ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ঘরের মাঠে অ্যাতলেতিকোর হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ঘরের মাঠে অ্যাতলেতিকোর হার ছবি: সংগৃহীত

ঢাকা: পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকার বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে এগিয়ে থেকেও হারের লজ্জায় ডোবে স্প্যানিশ জায়ান্টরা।



ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে খেলা শুরুর ২৩ মিনিটে তরুণ আর্জেন্টাইন স্টাইকার অ্যাঙ্গেল কোরিয়ার গোলে লিড নেয় অ্যাতলেতিকো। কিন্তু, এর তের মিনিট পরই বেনফিকাকে সমতায় ফেরান আরেক আর্জেন্টাইন তারকা নিকোলাস গাইতান। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে স্বাগতিকদের রীতিমত দুঃস্বপ্ন উপহায় দেয় বেনফিকা। গাইতানের পাসে দলকে লিড এনে দেন উদীয়মান পর্তুগিজ স্ট্রাইকার গঞ্জালো গেডস। ম্যাচে ফিরতে প্রতিপক্ষের গোলমুখে মুহুর্মুর্হু আক্রমণ করেও জালের ঠিকানা খুঁজে পায়নি দিয়েগো সিমিওনের শিষ্যরা। তাই ম্যাচ শেষে তাদের হতাশাজনক পরাজয়ই সঙ্গী হয়।

গ্রুপ ‘সি’র পরবর্তী ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল কাজাখাস্তান ক্লাব আস্তানার মুখোমুখি হবে অ্যাতলেকিতো। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।