ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বৃথা গেল আপিল, দর্শক হয়েই থাকছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বৃথা গেল আপিল, দর্শক হয়েই থাকছেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: গত জুনে চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ৪৪তম আসরে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ব্রাজিলের নিয়মিত অধিনায়ক নেইমার। সেলেকাওদের হয়ে কোপার দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান অধিনায়ক।



চলতি মাসে সেলেকাওদের দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে নেইমারের  নিষেধাজ্ঞা শেষ হবে। তাই চিলি আর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার।

কোপা আমেরিকার আসরে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। ম্যাচ শেষে অখেলোয়াড়সুলভ আচরণও করেন তিনি। ফলে, ২৩ বছর বয়সী এ ফরোয়ার্ডকে দেওয়া হয় চার ম্যাচের নিষেধাজ্ঞা।

তবে শাস্তি কমিয়ে দলীয় অধিনায়ককে পেতে কোর্ট অব অরবিটেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। কিন্তু সেলেকাওদের করা সেই আপিল খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। ফলে, রাশিয়া ২০১৮ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের পরবর্তী দুটি ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে নেইমারকে।

ব্রাজিল ০৮ অক্টোবর মুখোমুখি হবে কোপার বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে। এরপর ১৩ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।