ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইউরোর স্বপ্ন বাঁচিয়ে রাখলো ডাচরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইউরোর স্বপ্ন বাঁচিয়ে রাখলো ডাচরা ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ ইউরো বাছাইপর্বের খেলায় কাজাখাস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে নেদারল্যান্ডস। আর এ জয়ের ফলে আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নসশীপের আশা এখন বাঁচিয়ে রাখলো দলটি।



গ্রুপ ‘এ’তে সবচেয়ে শক্তিশালী দল হয়ে হুমকির মুখে রয়েছে নেদারল্যান্ডস। নয় ম্যাচ শেষে দলটির সংগ্রহ ১৩ পয়েন্ট অবস্থান চতুর্থ। তাই আসরে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ডাচদের সামনে।

কাজাখাস্তানের মাঠ আস্তানা অ্যারিনায় এ ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল তারকা ফুটবলার রবিন ফন পার্সির জন্য। এ ম্যাচে ফেরেনবাখের এ স্ট্রাইকার ডাচ জাতীয় দলের হয়ে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। যদিও দলের জয়ের রাতে তিনি গোল পাননি।

অরেঞ্জদের জয়ে দারুণ ভূমিকা রাখেন অভিজ্ঞ ফুট ওয়েসলি স্নাইডার। তবে ম্যাচের ৩৩ মিনিটে জিওর্জিনিও উইজনালদামে গোলে লিড পায় দলটি। আর ম্যাচের ৫০ মিনিটে লিড দ্বিগুন করেন স্নাইডার। তবে খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে (৯৫) কাজাখ ফুটবলার ইসলামাবেক কুয়াট গোল করে শুধুমাত্র ব্যবধানই কমান।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ড্যানি ব্লাইন্ডের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।