ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইউরো বাছাইয়ে ইংলিশদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ইউরো বাছাইয়ে ইংলিশদের দল ঘোষণা

ঢাকা: ইউরো ২০১৬ বাছাইপর্বের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আর এ দলে প্রথমবারের মতো ডাক পেলেন লিভারপুল স্ট্রাইকার ড্যানি ইংস ও টটেনহাম মিডফিল্ডার ডেলে আলি।



গ্রুপ ‘ই’তে থাকা ইংলিশরা এবারের পর্বে এস্তোনিয়া ও লিথুনিয়ার বিপক্ষে লড়বে। তবে থ্রী লায়ন্স খ্যাত ইংল্যান্ড নিজেদের প্রথম আট ম্যাচের সবকটিতে জিতে ইতোমধ্যে ফ্রান্সে যাওয়া নিশ্চিত করেছে।

কিছুদিন আগে ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন ড্যানিয়েল স্টুরিজ। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা লুক শাওকে ইনজুরির কারণে ছিটকে পড়তে হয়। ইংলিশদের আক্রমণভাগ সাজানো হয়েছে ড্যানি ইংস, হ্যারি কেন, ওয়েন রুনি, জেমি ভারডে, থিও ওয়ালকটকে নিয়ে।

৯ অক্টোবর ওয়েম্বলি মাঠে এস্তোনিয়াকে আতিথিয়েতা জানাবে ইংল্যান্ড। আর তিনদিন পর লিথুনিয়ার মাঠ ভিলনিয়াসে সফর করবে রয় হজসনের শিষ্যরা।

পূর্ণ ইংল্যান্ড দল:
গোলরক্ষক: জ্যাক বাটল্যান্ড, জো হার্ট, টম হিয়েটন।

রক্ষনভাগ: রায়ান বারট্রান্ড, গ্যারি কাহিল, নাথানলিয়েন ক্লাইন, কাইরন গিবস, ফিল জাগিয়েলকা, ফিল জোন্স, ক্রিস স্মলিং, জন স্টোন।

মধ্যভাগ: ডেলে আলী, রস ব্রেললি, মাইকেল ক্যারিক, অ্যাডাম লালানা, জেমস মিলনার, অ্যালেক্স অক্সলাডে-চেম্বারলেইন্স, জনজো শেলভে, রাহিম স্টারর্লিং।

আক্রমণভাগ: ড্যানি ইংস, হ্যারি কেন, ওয়েন রুনি, জেমি ভারডে, থিও ওয়ালকট।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।