ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

দেশের জার্সি গায়ে নামবেন নাভাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
দেশের জার্সি গায়ে নামবেন নাভাস ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন কেইলর নাভাস। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গোলবারের নিচে দায়িত্ব পালন করা কোস্টারিকার এ গোলরক্ষক আগামী সপ্তাহে দুটি আন্তর্জাতিক প্রীতিম্যাচে দেশের জার্সি গায়ে নামবেন বলে আশা প্রকাশ করছে দেশটির ফুটবল ফেডারেশন।



রিয়াল গোলরক্ষক নাভাস গত মাসে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে ছিটকে পড়েন। ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে মাঠে নামা হয়নি তার।

আগামী ৮ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ব্রাজিল বিশ্বকাপের চমক জাগানিয়া কোস্টারিকা। ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন নাভাস। ২৮ বছর বয়সী এ তারকা গোলরক্ষক ক্লাব ক্যারিয়ারে ১৬১ ম্যাচে গোলবারের নিচে দায়িত্ব পালন করেছেন। দেশের জার্সি গায়ে ৬১ ম্যাচ খেলা নাভাস কনকাকাফ গোল্ডকাপে ২০০৯ সালে জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। ২০১৩-১৪ মৌসুমে পেয়েছেন লিগা ডি ফুটবল প্রফেশনালের সেরা গোলরক্ষক হওয়ার খেতাব।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।