ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ডার্বি আর ওয়েলসে ফিরছেন রিয়াল তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
ডার্বি আর ওয়েলসে ফিরছেন রিয়াল তারকা ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন গ্যারেথ বেল। লা লিগায় স্প্যানিশ ডার্বিতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবেন রিয়াল মাদ্রিদের এ তারকা স্ট্রাইকার।

শুধু ক্লাবের হয়েই নয়, বেল ভক্তদের আনন্দের সংবাদ দেশের জার্সি গায়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ওয়েলসের হয়েও মাঠে নামতে পারবেন তিনি।

বেলের ওয়েলস ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনা এবং অ্যান্ডোরার বিপক্ষে।

ফিফা প্রকাশিত সর্বশেষ র‌্যাকিংয়ে শীর্ষ আটে রয়েছে রিয়াল তারকা গ্যারেথ বেলের ওয়েলস। ক্রিস কোলম্যানের শিষ্যরা ১১৯৫ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থান ধরে রাখতে এগিয়েছে একধাপ। আর তাদের জায়গা ছেড়ে দিতে হয়েছে একধাপ অবনমন হওয়া কোপা আমেরিকার ৪৪তম আসরের চ্যাম্পিয়ন চিলিকে।

সাম্প্রতিক সময়ে বেলের নৈপূণ্যে ওয়েলস বিশ্বফুটবলকে তাক লাগিয়ে দিয়েছে। দলটির চোখ এখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পেরিয়ে ফ্রান্সের মূলপর্বে জায়গা করে নেওয়া। আর ফ্রান্সের টিকিট নিশ্চিত করতে বসনিয়া-হার্জেগোভিনা কিংবা অ্যান্ডোরার বিপক্ষে একটি মাত্র পয়েন্ট তুলে নিলেই চলবে।

১০ অক্টোবর কোলম্যানের শিষ্যরা বসনিয়ার বিপক্ষে লড়বে। ১৩ অক্টোবর কার্ডিফ সিটিতে অ্যান্ডোরার মুখোমুখি হবে বেলের দলটি।

দলের ঘোষিত স্কোয়াডে কোলম্যান বেলের নাম রাখা নিয়ে সংশয়ে পড়েন। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে রিয়ালের হয়ে শাখতার দোনেস্কের বিপক্ষে মাঠে নামেন বেল। সে ম্যাচে আঘাত পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। এরপর স্প্যানিশ লা লিগার তিনটি ম্যাচে অনুপস্থিত ছিলেন বেল। তবে, দ্রুতই চোট কাটিয়ে আবারো মাঠে ফিরছেন ওয়েলস তারকা-এমনটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

এ প্রসঙ্গে কোলম্যান বলেন, আমরা রিয়ালের চিকিৎসক দলের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের বেলের ব্যাপারে শতভাগ নিশ্চিত করেছে। শনিবারের ডার্বি ম্যাচে সে রিয়ালের হয়ে মাঠে নামতে যাচ্ছে। তাই আমরাও জাতীয় দলের ২৫জন থেকে কমিয়ে ২৩ সদস্যের দলে বেলকে রেখেছি। সে আমাদের গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। আর আসন্ন দু’টি ম্যাচও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।

রিয়ালের ডার্বি ম্যাচ শেষে ওয়েলসে ফিরবেন দেশের হয়ে ৫২ ম্যাচ খেলা তারকা এ ফরোয়ার্ড। সেখানে অনুশীলনে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন ২৩ সদস্যের দলে থাকা বেল।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।