ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ভুটানকে উড়িয়ে মিশন শুরু উজবেকিস্তানের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
ভুটানকে উড়িয়ে মিশন শুরু উজবেকিস্তানের ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শুক্রবার (০২ অক্টোবর) বড় জয় তুলে নিয়েছে উজবেকিস্তান। প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে উজবেকরা ভুটানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে তাদের মিশন শুরু করে।



বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে গোল বন্যায় ভাসাতে ম্যাচের প্রথম থেকেই ভুটানকে চেপে ধরে উজবেকিস্তান। তবে, প্রথমার্ধ থেকে মাত্র দুটি গোল আদায় করতে পারে তারা। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলে ভুটানের জালে পাঁচবার বল জড়ায় উজবেকিস্তান।

ম্যাচের ৪২ মিনিটে গফুরভ হুসনিদ্দিনের গোল প্রথমবারের মতো লিড নেয় উজবেকরা। ডানপ্রান্ত থেকে বদলি মিডফিল্ডার শোখরব নুরুল্লয়েভের ফ্রি কিকে হেড করে গোলটি করেন তিনি। দুই মিনিট পর সারোফ মুখতিদিনভের পেনাল্টি শট থেকে পাওয়া গোলে ব্যবধান ২-০ করে তারা। এ ব্যবধানেই বিরতিতে যায় উজবেকিস্তান।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ভুটানের ডি-বক্সে দাঁড়িয়ে জোরালো শটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন কোদিরকুলভ সানজার। চতুর্থ গোল করে ব্যবধান বাড়াতে ভূমিকা রাখেন আবদিকসলিকভ ববির। ম্যাচের ৭০ মিনিটে তিনি গোল করেন। নিজের দ্বিতীয় আর দলের পঞ্চম গোলটিও করেন তিনি। ৯ মিনিট পর দলের পঞ্চম গোলটি করেন তিনি।

ম্যাচের ৮৭ মিনিটে সাইদজামল দাভলতজনভ দলের ষষ্ঠ গোলটিও করেন সাইদজামল দাভলতজনভ। ভুটানের জালে শেষ পেরেকটি ঠুঁকে দেন খামরোয়েভ উমিদজন। তিনি দলের সপ্তম গোলটি করেন ম্যাচের ৯৩ মিনিটের মাথায়।

শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উজবেকিস্তান।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।