ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রানীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
রানীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ক্রিড়াই হোক মাদক নিরাময়ের অন্যতম হাতিয়ার- এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদে শুরু হয়েছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
 
শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী।



এ সময় সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় দিনাজপুর মুসকান একাদশ ২-১ গোলে হরিপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে।

টুর্নামেন্টে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ১২টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।