ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রোনালদোর হাতে আরেকটি পুরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
রোনালদোর হাতে আরেকটি পুরস্কার ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবল বিশ্বে হাতেগোনা কয়েকজন ফুটবলার রয়েছেন যাদের কাছে পুরস্কার প্রাপ্তিটা সময়ের ব্যাপার মাত্র। তেমনই একজন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো।

রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় সিআর সেভেনের হাতে পুরস্কার তুলে দেয় সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

রিয়াল মাদ্রিদে এক জমকালো অনুষ্ঠানে পর্তুগিজ অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দলের সব ফুটবলার সহ কোচ রাফায়েল বেনিতেজ, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনা পেরেজ, রোনালদোর এজেন্ট মেন্ডেজ ও রোনালদোর মা ডোলেরেস ও সন্তান ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে রোনালদোর হাতে রুপোর তৈরি বুট এবং বল তুলে দেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। অনুষ্ঠানে সিআর সেভেনের সাফল্যের উপর একটি ভিডিও প্রকাশ করা হয়।

এর আগে রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেস লা গ্যালাকটিকোদের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২২৩টি গোল করে সবার ওপরে ছিলেন। তবে চ্যাম্পিয়নস লিগে মালমোর বিপেক্ষে দুটি গোল করে ৩০ বছরের তারকা রোনালদো ৩০৮ ম্যাচ থেকে ২২৪টি গোলের মালিক হয়ে যান।

রিয়ালের বর্তমান কোন ফুটবলার সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা দশেও নেই। তাই অনায়াসে বলা যায় স্প্যানিশ ক্লাবটির হয়ে রোনালদোর এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।