ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ডার্বি ম্যাচে ফিরছেন বেল-রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ডার্বি ম্যাচে ফিরছেন বেল-রামোস ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার গ্যারেথ বেল ও সার্জিও রামোস। ইনজুরি থেকে ফিরে দু’জনেরই মাঠে নামার ব্যাপারটি নিশ্চিত করেছেন কোচ রাফায়েল বেনিতেজ।



গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেস্কোর বিপক্ষে পাঁয়ের গোড়ালির ইনজুরিতে পড়েন ওয়েলস স্ট্রাইকার বেল। একই ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন স্প্যানিশ ডিফেন্ডার রামোস।

এ প্রসঙ্গে বেনিতেজ বলেন, ‘বেল ও রামোস খেলতে পারে। আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা সুস্থ আছে। আর ম্যাচে খেলার জন্য তৈরীও দু’জনে। ’

লিগে রিয়ালের বর্তমান অবস্থান চতুর্থ আর দুই পয়েন্ট পিছিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে অ্যাতলেটিকো। তবে ডার্বি ম্যাচে দু’দলই জয়ের ব্যাপারে আশাবাদী। বর্তমানে টেবিলে সবার ওপরে আছে বিস্ময় জাগানো ভিয়ারিয়াল। ছয় ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট আর এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সেল্টা ভিগো।

বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয়স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।