ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

নেইমারের সেঞ্চুরি, বার্সার লজ্জা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
নেইমারের সেঞ্চুরি, বার্সার লজ্জা ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেভিয়ার মাঠে আতিথ্য নেওয়া কাতালানরা ২-১ গোলের ব্যবধানে হেরেছে।

ফলে শীর্ষে উঠার হাতছানি থাকলেও পয়েন্ট খোয়াতে হয় লুইস এনরিকের শিষ্যদের।

ইনজুরিতে ছিটকে পড়ায় মেসিবিহীন এ ম্যাচটিকে বার্সা সমর্থকরা ব্রাজিল তারকা নেইমারের দিকে ঘুরিয়ে নিয়েছিল। সান্তোস ছেড়ে কাতালান দলে যোগ দিয়ে এ ম্যাচের মধ্য দিয়ে নিজের শততম ম্যাচে মাঠে নামেন নেইমার।

খেলার নবম মিনিটে এগিয়ে যেতে পারত কাতালানরা। রেকিটিচের বানানো বল বাসকুয়েটস বাড়িয়ে দেন মুনিরকে। তবে, তরুণ এ স্ট্রাইকার বল মেরে দেন গোলবারের উপর দিয়ে। ১৫ মিনিটের মাথায় নেইমার-সুয়ারেজের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

ম্যাচের ২২ মিনিটে সেট পিস থেকে নেইমারের নেওয়া বাঁকানো ফ্রি-কিকটি সেভিয়ার গোলবারে লেগে গোললাইন বরাবর গড়িয়ে যায়। জেরার্ড পিকে বলে ছোঁয়া লাগালেই গোল হতে পারত। পিকের ব্যর্থতার পরও বল পান সুয়ারেজ। তবে, লিভারপুলের সাবেক এ তারকার শটটি সেভিয়ার জালে জড়ায়নি।

২৬ মিনিটের মাথায় নেইমারের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে আনলেও তাতে শট নিতে পারেননি। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সেভিয়ার ডি-বক্সেই পড়ে যান তিনি।

ম্যাচের ৩৭ মিনিটে সুয়ারেজের নেওয়া দূরপাল্লার একটি শট সেভিয়ার গোলবারের উপর অংশ ছুঁয়ে যায়। ৪১ মিনিটে রেকিটিচের তুলে দেওয়া বলে শট নিতে ব্যর্থ হন সুয়ারেজ। ফলে, প্রথমার্ধে কোনো গোল ছাড়াই বিরতিতে যেতে হয় দুই দলকে।

বিরতির পর দ্রুতই লিড নেয় স্বাগতিকরা। ঘরের মাঠে এগিয়ে যেতে গোল করেন ক্রন দেহলি। কেভিন গ্যামেরিওর অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি। বার্সার ডিফেন্সকে পাড়ার ক্লাবের প্রাচীর বানিয়ে গোলটি করে সেভিয়া। কাতালান ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁপায়ের জোরালো শটে অতিথিদের জালে বল জড়ান ক্রন। তার শটটি প্রতিহত করতে বার্সা গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও শেষ রক্ষা করতে পারেননি দলকে।

ম্যাচের ৫৮ মিনিটে দ্বিতীয়বার বার্সার জালে বল জড়ায় সেভিয়া। জেরার্ড পিকে, মাশচেরানো, বাসকুয়েটসদের ফাঁক গলে ক্রন বল বাড়িয়ে দেন ইবোরার দিকে। লাফিয়ে উঠে হেড করে বার্সার জালে বল জড়ান তিনি। পরিস্কার অফসাইট হলেও রেফারি গোলের সিদ্ধান্ত দেন। ফলে, ২-০তে এগিয়ে যায় সেভিয়া।

দুই গোলে পিছিয়ে থাকা বার্সা ম্যাচের ৬৪ মিনিটে আক্রমণ চালায়। গোলের জন্য পাগল হয়ে ওঠা কাতালানদের এক মিনিটে তিনবার হতাশায় ফেলে দেন সেভিয়ার গোলরক্ষক রিকো। ওয়ার্ল্ডক্লাস পারফর্ম দেখান নেইমার। সঙ্গে একই রকম বিশ্বসেরা নৈপূণ্য দেখান রিকো। ৫জন ডিফেন্ডারের ফাঁক গলে প্রতিপক্ষের জালে শট নেন নেইমার। তার বাঁকানো শটটি রুখে দেন রিকো। ফিরতি বলে আবারো জোরালো শট নেন ব্রাজিল অধিনায়ক। এবারো তাকে হতাশ করেন রিকো। একই মিনিটে থ্রো থেকে পাওয়া বলে আরেকবার শট নেন নেইমার। এবারো প্রতিহত করেন রিকো।

খেলার ৭৪ মিনিটে বার্সার ব্যবধান কমান নেইমার। স্বাগতিক ফুটবলার ত্রেমোলিনাস নিজেদের ডি-বক্সে ইচ্ছাকৃত হ্যান্ডবল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কাতালান ক্লাবে নিজের শততম ম্যাচে পেনাল্টির সুযোগ থেকে গোল করেন ব্রাজিল তারকা।

৮০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় বার্সা। তবে, ভাগ্য যেন কিছুতেই সহায় হচ্ছিল না অতিথি দলটির। সুয়ারেজের দারুণ এক ক্রসে বল পান সান্দ্রো। তার শটটি বেঁকে গিয়ে লাগে সেভিয়ার গোলবারে।

ম্যাচের ৮৪ মিনিটে জরদি আলবার ক্রস থেকে শট নেন নেইমার। সেভিয়ার ডিফেন্সে বাধা পেয়ে বল ফিরে এলে ফিরতি বলে শট নেন সুয়ারেজ। এবারো বাধা পায় বার্সার আকমণ।

ম্যাচের বাকি সময় আর ম্যাচে ফেরা হয়নি কাতালানদের। ফলে, ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বার্সেলোনাকে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।