ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ লা লিগায় এবারের আসরটা বেশ জমে উঠেছে। দেশটির জায়ান্ট দল খ্যাত বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ কেউই নেই শীর্ষ দুটি অবস্থানে।

তবে যেহেতু লিগটি এখনও শুরুর পর্যায়ে রয়েছে, তাই বলা মুশুকিল কোন দল শেষ পর্যন্ত শিরোপার মুকুট পড়বে।

লিগে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে রিয়াল ও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো। অ্যাতলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে বাংলাদেশ সময় রোববার (০৪ অক্টোবর) রাত সাড়ে ১২টায় মাঠে নামছে দু’দল।

আর এ ম্যাচ (৭ম রাউন্ড) জিতলেই লিগ টেবিলের শীর্ষে উঠে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোরা। যদিও ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে বিস্ময় জাগানো ভিয়ারিয়াল। অন্যদিকে অ্যাতলেটিকো জিতলে তিনে থাকা বার্সাকে পেছনে ফেলবে ফার্নান্দো তোরেসরা।

গত মৌসুমে অ্যাতলেটিকোর বিপক্ষে বারবার ধুঁকতে থাকা রিয়াল শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জয় খরা কাটায়। তবে লা লিগায় দু’বারের দেখায় গতবার বাজে ভাবে হেরেছিল লা গ্যালাকটিকোরা।

এদিকে রিয়াল এবারের লিগে ছন্দে থাকলেও মাঝে মাঝে হারিয়ে ফেলছে নিজেদের। অন্যদিকে ‍অ্যাতলেটিকো নিজেদের প্রথম ছয় ম্যাচে হেরেছে দুটিতে।

রিয়ালের ছন্দপতন হলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন দলের সেরা তারকা রোনালদো। আর অ্যাতলেটিকোর বিপক্ষেও তার রেকর্ড সমৃদ্ধ। দিয়েগো সিমিওনের শিষ্যদের বিপক্ষে সর্বশেষ সাত ম্যাচে তিনি আটটি গোল করেছেন। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে মালমোর বিপক্ষে দুটি গোল করে রিয়ালের সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন।

এ ম্যাচে রিয়ালের হয়ে ইনজুরি থেকে ফেরার সম্ভাবনা রয়েছে গ্যারেথ বেল ও সার্জিও রামোসের। তবে জেমস রদ্রিগেজ ও পেপে অনিশ্চয়তায় রয়েছেন। অন্যদিকে শেষ মুহূর্তে হয়ত অ্যাতলেটিকোয় যোগ দিতে পারেন কোকে। আর নিষেধাজ্ঞার কারণে বাদ পড়েছেন গাবি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।