ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

৪৭তম শিরোপা জিতলেন ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
৪৭তম শিরোপা জিতলেন ভেনাস ছবি: সংগৃহীত

ঢাকা: উহান ওপেন টেনিসে ট্রফি জিতে ক্যারিয়ারের ৪৭তম শিরোপা ‍উদযাপন করলেন ভেনাস উইলিয়াম। চিনের ফাইনালে ‍উইম্বলডন ফাইনালিস্ট গারবিয়েন মাগারুজাকে হারান যুক্তরাষ্ট্রের এই তারকা।



নারী এককের ১২তম বাছাই ভেনাস এদিন ফাইনালে মাগারুজার বিপক্ষে প্রথম দুই সেটে ৬-৩ ও ৩-০ এগিযে ছিলেন। তবে দ্বিতীয় সেটে স্প্যানিশ মাগারুজা ইনজুরির কারণে নিজেকে খেলা থেকে প্রত্যাহার করে নেন।

সাবেক নাম্বার ওয়ান তারকা ভেনাস এক সময় টেনিস বিশ্বে দাপট দেখিয়ে নিজের আধিপত্য বিস্তার করেছিলেন। তবে বয়সের সঙ্গে সঙ্গে কিছুটা হালকা মেজাজের হয়ে পড়েন তিনি। গত পাঁচ বছরের মধ্যে ভেনাসের এটিই সেরা খেতাব জয়।

এর আগে বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনে নিজের বোন সেরেনা উইলিয়ামসের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছিলেন ভেনাস।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।