ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউ দ্বৈরথে মুখোমুখি আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ম্যানইউ দ্বৈরথে মুখোমুখি আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের ফুটবল লড়াই মানেই ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যরকম রোমাঞ্চ। যেটি সেই স্যার অ্যালেক্স ফার্গুসনের আমল থেকে আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে হয়ে আসছিল।



ম্যানচেস্টার সিটি সাম্প্রতিক সময়ে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখালেও এই ম্যাচটিতে লিগ টেবিলে এগিয়ে যাওয়া জন্য মুখিয়ে রয়েছে ম্যানইউ ও আর্সেনাল।

রোববার (০৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত নয়টায় ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যানইউকে আতিথ্য দেবে আর্সেনাল।

বর্তমানে লিগ টেবিলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি। তবে এক ম্যাচ কম খেলা ওয়েন রুনিরা ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাই ম্যাচ জিতলেই আবারো শীর্ষে উঠবে রেড ডেভিলসরা। সেই সঙ্গে দলটির সঙ্গে রয়েছে টানা চার ম্যাচ জয়ের আত্মবিশ্বাস।

অন্যদিকে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে আর্সেনাল। তবে এই ম্যাচ জিতলে টেবিলের দুই অথবা তিনে চলে যাবে গানাররা। তাই ম্যাচটিকে দারুণ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন কোচ ওয়েঙ্গার।

সংবাদ সম্মেলনে ওয়েঙ্গার বলেন, ‘এটা আমাদের জন্য বিশেষ একটি ম্যাচ। কারণ ম্যানইউর মতো দল সব সময় শীর্ষে যাওয়ার জন্য লড়াই করে। ’

আর্সেনাল লিগে সর্বশেষ ম্যাচে ৫-২ গোলের বড় জয় পায়। তবে চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের কাছে ৩-২ ব্যবধানে হেরে অঘটনের শিকার হয় উত্তর লন্ডনের দলটি।

এদিকে আর্সেনালের এই হারের পর দলটি ঘুরে দাঁড়াতে পারে বলে নিজের শিষ্যদের সতর্ক করে দিয়েছেন ম্যানইউ কোচ লুইস ফন গাল। তিনি আরো জানান, এবারের লিগে গানাররা ‘টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি’ সবার থেকে সেরা।

এ ম্যাচে আর্সেনালের হয়ে ইনজুরির কারণে খেলতে পারবেন না লরেন্ট কোসিয়েলনি, মাইকেল আরতেতা ও ম্যাথিউ ফ্লামিনি। তবে সুস্থ হয়ে ফিরছেন ফ্রান্সিস কোকুয়েলিন। ম্যানইউ‘র ইনজুরি সমস্য খুব একটা না থাকলেও মাইকেল ক্যারিক হালকা ইনজুরিতে ভুগছেন।

ম্যানইউ নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে জয়ের বিপরীতে হেরেছে একটিতে। আর আর্সেনাল পাঁচ খেলায় তিনটি হারের বিপরীতে জয় পেয়েছে দুটিতে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে ম্যানইউ। দুটি জয়ের বিপরীতে রেড ডেভিলসরা হেরেছে একটিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।