ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

জয়ে ফিরল জুভেন্টাস, ইন্টারের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
জয়ে ফিরল জুভেন্টাস, ইন্টারের হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: দু্ই ম্যাচ পর আবারো জয় পেল জুভেন্টাস। সিরি আ’র ম্যাচে বোলোগনাকে ৩-১ গোলে হারিয়েছে জুভিরা।

তবে পয়েন্ট টেবিলে এখনো বেশ পিছিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সাত ম্যাচ শেষে মাত্র আট পয়েন্টে তাদের অবস্থান ১২ নম্বরে। এদিকে, দিনের অপর ম্যাচে সাম্পদোরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইন্টার মিলান।

এর আগে মৌসুমের প্রথম তিন ম্যাচে জয়বঞ্চিত থাকে জুভিরা। এ ম্যাচের শুরুতেও এমন চোখ রাঙানি ছিল। জুভেন্টাস স্টেডিয়ামে খেলা শুরুর পাঁচ মিনিটেই বোলোগনাকে লিড এনে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্থোনি মোনিয়ার। তবে ৩৩ মিনিটে গোল পরিশাধ করেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে পেনাল্টি থেকে লিড দ্বিগুন করেন ২১ বছর বয়সী আজেন্টাইন উদীয়মান স্ট্রাইকার পাওলো দিবালা।

জুভিদের হয়ে অভিষেক লিগ ম্যাচেই গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সামি খেদিরা। ৬৩ মিনিটে মোরাতার ক্রসে হেডে স্কোরলাইন ৩-১ করেন ২৮ বছর বয়সী এ জার্মান মিডফিল্ডার। এরপর আর কেউই গোলের দেখা পায়নি। নির্ধারিত সময় শেষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পগবা-দিবালা-কুয়াদরাদোরা।

রোববার (১৮ অক্টোবর) হাইভোল্টেজ ম্যাচে ইন্টারের মুখোমুখি হবে জুভেন্টাস। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।