ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রেকর্ড পঞ্চমবারের মতো বর্ষসেরা বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
রেকর্ড পঞ্চমবারের মতো বর্ষসেরা বেল ছবি: সংগৃহীত

ঢাকা: রেকর্ড পঞ্চমবারের মতো ওয়েলস জাতীয় ফুটবল দলের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের এ স্ট্রাইকার দেশটির গত ছয়বারের মধ্যে পাঁচবারই বর্ষসেরার খেতাব জিতেছেন।

শুধুমাত্র ২০১২ সালে লিভারপুল মিডফিল্ডার জো অ্যালেন বর্ষসেরা হয়েছিলেন।

ইউরো ২০১৬ বাছাইপর্বের খেলায় জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলেছেন বেল। তার ছয়টি গোলের সুবাদে ১৯৫৮ সালের পর প্রথমবার বড় কোন আসরে সুযোগ পাচ্ছে ওয়েলস। গ্রুপ ‘বি’তে থাকা ওয়েলসের বসনিয়া-হার্জেগোভিনা ও আনডোরার বিপক্ষে মাত্র একটি পয়েন্ট পেলেই আগামী বছর জুনে ফ্রান্স আসর নিশ্চিত হবে।

কার্ডিফে ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলসের এক জমকালো অনুষ্ঠানে বর্ষসেরার অ্যাওয়ার্ডটি দেওয়া হয় বেলকে। এছাড়া তরুণ এই তারকা আরো দুটি ক্যাটাগরিতেও পুরস্কার জিতেন। সেগুলো হলোঃ ফ্যানস প্লেয়ার অব দ্যা ইয়ার ও প্লেয়ার’স প্লেয়ার অব দ্যা ইয়ার।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।