ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ব্রাজিলকে খাটো করাই মস্ত বড় ভুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ব্রাজিলকে খাটো করাই মস্ত বড় ভুল ছবি : সংগৃহীত

ঢাকা: চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের অতিথি কোচের ভূমিকায় থাকবেন কাফু। সাবেক ব্রাজিলিয়ান অধিনায়ক রীতিমতো হুঁশিয়ার করে দিয়ে জানান, লাতিন ‍আমেরিকান প্রতিপক্ষরা ব্রাজিলকে খাটো করে দেখলে তা হবে মস্ত বড় ভুল।



আগামী ০৯ অক্টোবর (শুক্রবার) কোপা আমেরিকা চ্যাম্পিয়ন স্বাগতিক চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর ১৪ অক্টোবর ঘরের মাঠ পোর্তালেজায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা। নিষেধাজ্ঞার কারণে দুই ম্যাচেই দর্শক ভূমিকায় থাকবেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা ও সকাল ৭টায় ম্যাচ দু’টি শুরু হবে।

উল্লেখ্য, এ দুই ম্যাচ শেষেই নেইমারের কোপা আমেরিকায় পাওয়া চারটি প্রতিযোগিতামূলক ম্যাচের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১৪২) খেলা কাফু বলেন, ‘কোপা আমেরিকা জিতে চিলি দারুণ ছন্দে রয়েছে। তাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। কিন্তু, ব্রাজিল ব্রাজিলই। আমাদের খাটো করে দেখার কোনো সুযোগই নেই। আমরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। ’

দু’বারের বিশ্বকাপ জয়ী উল্লেখ করেন, ‘ব্রাজিল এমন একটা টিম, যাদেরকে সবাই সম্মানের চোখে দেখে। যেসব দল সেলেকাওদের সমীহ করেনি তারাই বিস্ময় উপহার পেয়েছে। ব্রাজিল ফুটবলের ‍অন্যতম সেরা পরাশক্তি। কিন্তু আমাদের এটি আবারো প্রমাণ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।