ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

স্পেন দলে নেই রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
স্পেন দলে নেই রামোস ছবি : সংগৃহীত

ঢাকা: উয়েফা ইউরো ২০১৬’র বাছাইপর্বের শেষ দুই ম্যাচে লুক্সেমবার্গ ও ইউক্রেনের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। কিন্তু, দুই ম্যাচেই দলের বাইরে থাকবেন সার্জিও রামোস।

অন্য কোনো কারণে নয়, কাঁধের ইনজুরির কারণেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন ২৯ বছর বয়সী এ সেন্টার ব্যাক।

আগামী ০৯ অক্টোবর (শুক্রবার) লুক্সেমবার্গের মুখোমুখি হবে স্বাগতিক স্পেন। আর ১২ অক্টোবর ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা। দু’টি ম্যাচই বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় শুরু হবে।

গত ১৪ সেপ্টেম্বর শাখতার দোনেস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই কাঁধে চোট পান রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোস। ধারণা করা হচ্ছে, তাকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে।

এদিকে, রামোসের পরিবর্তে স্পেন দলে ডাক পেয়েছেন তারই ক্লাব সতীর্থ নাচো ফার্নান্দেজ।

এক সাক্ষাৎকারে রামোস বলেন, ‘বলা হচ্ছে, ইনজুরির কারণে আমি এক মাস মাঠের বাইরে থাকব। আশা করছি, দুই সপ্তাহের মধ্যেই ফিরব। স্পেনের হয়ে ইউরো বাছাইপর্বের ম্যাচে খেলতে পারব না ভেবে আমি খুবই হতাশ। কিন্তু ডাক্তার ও কোচের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। তাছাড়া ইনজুরি থেকে সেরে উঠতে কিছুটা সময় তো লাগবেই। ’

উল্লেখ্য, গ্রুপ ‘সি’তে আট ম্যাচ শেষে সাত জয় ও এক ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। সমান ম্যাচে ১৯ পয়েন্টে দুইয়ে স্লোভাকিয়া ও তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের সংগ্রহ ১৬ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।