ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মরিচিকা থেকে গেল বাংলাদেশের আশা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
মরিচিকা থেকে গেল বাংলাদেশের আশা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: উজবেকিস্তানের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূলপর্ব থেকে ছিটকে গেল বাংলাদেশ। মূলপর্বে খেলতে সাইবুল বারী টিটুর শিষ্যদের প্রয়োজন ছিল ৭ পয়েন্ট।

কিন্তু তিন ম্যাচ মিলে মোট পয়েন্ট ৪ হওয়ায় তাদের সেই আশা মরিচিকাই থেকে গেল।

এশিয়ার পরাশক্তি উজবেকিস্তান এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে মূলপর্বে জায়গা পেল।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে স্বাগতিকদের উপর প্রভাব বিস্তার করে উজবেকরা। সেই ধারাবাহিকতায় খেলা শুরুর ২ মিনিটেই দলকে ১-০ তে এগিয়ে দেন ফরোয়ার্ড ইবরাজিমভ।

প্রধমার্ধে ১-০ তে এগিয়ে থাকা উজবেকদের বিপক্ষে সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ইব্রাহিমের দারুণ এক আক্রমণে অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু উজবেক রক্ষণদুর্গে তার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

এর পরের গল্প শুধুই উজবেকদের গোল ভাণ্ডার সমৃদ্ধ করার। ৬২ মিনিটে ব্যবধান ২-০ তে নিয়ে যান, কোদিকুলভ সানজার। ৮০ মিনিটে দলকে ৩-০ এর অধরা ব্যবধান এনে দিয়ে উজবেক শিবিরে উল্লাসের পালে জোর হাওয়া লাগান বদলি খেলোয়াড় আবদিসোলকভ ববির। আর ইনজুরি টাইমে বাংলাদেশের হারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সুখোপব নুরুলোয়েভ।

বাংলাদেশ সময় ২১০৪ ঘন্টা, অক্টোবর ৬, ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।