ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিজা ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং ইভিকা চেস স্কুল, ঢাকার পৃষ্ঠপোষকতায় ইভিকা ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে গতবারের মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ সাড়ে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দাবা কক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় লিজা নারায়ণগঞ্জের ফাতেমা-তুজ-জোহরা শ্রাবনীকে পরাজিত করেন। শিরিন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা বরিশালের আফরিন জাহান মুনিয়াকে পরাজিত করেন। সামিহা শারমীন সিম্মী বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া খন্দকারকে পরাজিত করেন। নারায়ণগঞ্জের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা বাংলাদেশ নৌবাহিনীর জোহরাতুল জান্নাত জিসাকে পরাজিত করেন।

এদিকে, নারায়ণগঞ্জের মোসাম্মৎ ঝর্না বেগম তানজিনা আক্তার তানির বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

ষষ্ঠ রাউন্ড শেষে পয়েন্ট তালিকাঃ ৬-লিজা, ৫-শিরিন, ৪.৫-রানী হামিদ, ৩.৫-সিম্মী, ইভা, জাকিয়া ও মুনিয়া, ২-শ্রাবনী, ১.৫-ঝর্না, ১-সুমাইয়া, তানি ও জিসা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।