ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

আগামী মৌসুমেই ফিরছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
আগামী মৌসুমেই ফিরছেন আনচেলত্তি ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচের পদ হারান কার্লো আনচেলত্তি। এরপর থেকেই অলস সময় পার করছেন ইতালিয়ান কোচ।

সম্প্রতি ব্রেন্ডন রজার্সকে ছাঁটাইয়ের পর লিভারপুলের সম্ভাব্য কোচের তালিকায় ইয়ুর্গেন ক্লপ ও আনচেলত্তির নাম উঠে আসে।

তবে সাবেক বুরুশিয়া ডর্টমুন্ড কোচ ক্লপ-ই হতে যাচ্ছেন লিভারপুরের পরবর্তী কোচ। সব ঠিক থাকলে শুক্রবার (০৯ অক্টোবর) তার সঙ্গে তিন বছরের চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে ইংলিশ জায়ান্টরা। গোল ডট কম এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

অবশ্য, আনচেলত্তিরও এ মৌসুমে কোচ হওয়ার ইচ্ছা নেই। আপাতত তিনি এক বছরের বিরতি নিচ্ছেন। তবে আগামী মৌসুমে কোচিং পেশায় ফেরার আগ্রহ প্রকাশ করেন।

এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘আমি বর্তমান সময়টা বেশ উপভোগ করছি। কিন্তু অবশ্যই কোচিং ভূমিকায় ফিরতে চাই। কারণ, এটিই আমার পেশা। এখন নিজেকে বিশ্রামে রাখছি। তবে আগামী মৌসুমের জন্য আমি প্রস্তুত। ’

উল্লেখ্য, রিয়াল ছাড়াও জুভেন্টাস, এসি মিলান, চেলসি ও প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মতো বিশ্বসেরা ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন আনচেলত্তি। তাই যেকোনো ক্লাবই এমন অভিজ্ঞ কোচের ওপর ভরসা রাখতেই পারে! আনচেলত্তির পরবর্তী ঠিকানা কোথায় হবে সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।