ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফেনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ফেনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।



জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫ শুভ উদ্বোধন করেন ফেনী যুগ্ম সচিব ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. রাশেলুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আমিরুল আলম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির রতন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

উদ্বোধনী খেলায় দাগনভূঞা ছিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে পরশুরাম বাউরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জেলার ৬টি উপজেলার ১২টি ফুটবল দল অংশগ্রহণ করে।

উদ্ভোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জালাল সাইফুর রহমান, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, ফেনীর প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিটেনডেন্ট রাইসুল করিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইউসুফসহ জেলার প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী লোকজন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।