ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসির ২২ মাসের জেল চেয়ে সুপারিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
মেসির ২২ মাসের জেল চেয়ে সুপারিশ ছবি: সংগৃহীত

ঢাকা: মুক্তি পেয়েও হাঁপ ছেড়ে বাঁচতে পারছেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বার্সেলোনার প্রাণভোমরার ২২ মাসের সাজা চেয়ে সুপারিশ করেছেন দেশটির রাজ্য আইনজীবী (স্টেট অ্যাটর্নি)।



কর ফাঁকির মামলা থেকে মুক্তি মেলার পর স্পেনের আদালতে চলমান মামলাটির অভিযুক্তের তালিকা থেকে মেসির নাম প্রত্যাহার করে নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মেসিকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। তবে, আবারো তার সাজা চেয়ে সুপারিশ করেছেন স্টেট অ্যাটর্নি।

বিচারক মেসির আইনজীবীর অনুরোধে মামলা থেকে তাকে অব্যাহতি দেয়। তবে, ফেঁসে যান মেসির বাবা জর্জ মেসি। স্পেনের কর বিভাগ অভিযোগ আনে, ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত কর ফাঁকি দিয়েছেন মেসি। বার্সা তারকার বাবা কর ফাঁকির দায় স্বীকার করে আদালতে জানান, আমি মেসির এজেন্ট হিসেবে কাজ করি। কর ফাঁকির সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে আমি জড়িত ছিলাম। আমাদের আইনজীবীরা সব কিছু দেখভাল করবেন।

স্পেনের আইনজীবীরা মেসির বাবার দেড় বছরের জেল ও ২০ লাখ ইউরো জরিমানার আবেদন করেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।