ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ছিটকে গেলেন রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ছিটকে গেলেন রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: আগেই গুঞ্জন ওঠে, ইনজুরির কারণে ইউরো বাছাইপর্বের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না ওয়েইন রুনি। তবে দুই ম্যাচ না হলেও ইংল্যান্ডের হয়ে এস্তোনিয়ার বিপক্ষে তার অনুপস্থিতি নিশ্চিত।



শুক্রবার (০৯ অক্টোবর) ওয়েম্বলি স্টেডিয়ামে এস্তোনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এ ম্যাচে রুনির পরিবর্তে অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ ডিফেন্ডার গ্যারি কাহিল। তিনদিন পর লিথুনিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। দু’টি ম্যাচই ‍বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় শুরু হবে।

ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আর্সেনাল ম্যাচে পায়ে আঘাত পান রুনি। এর পরই তাকে ঘিরে অনিশ্চয়তা দেখা দেয়। জাতীয় দলে যোগ দিলেও মঙ্গলবার (০৬ অক্টোবর) তিনি অনুশীলনে যোগ দেননি।

তবে লিথুনিয়ার বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে ফিরতে পারেন রুনি। এ ম্যাচ শেষেই তার হাতে স্মারক গোল্ডেন বুট পুরস্কার তুলে দেবেন সাবেক ইংলিশ কিংবদন্তি স্যার ববি চার্লটন। সম্প্রতি তিনি ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বোচ্চ (৫০) গোলদাতা হয়ে চার্লটনের রেকর্ড ভাঙেন।

বাছাইপর্বের ম্যাচে নির্ভার হয়েই মাঠে নামবে রয় হজসনের শিষ্যরা। আগেই ফ্রান্সে অনুষ্ঠেয় ২০১৬ ইউরোতে জায়গা করে নেয় ইংল্যান্ড। গ্রুপ ‘ই’ তে আট ম্যাচ শেষে সবকটিতেই জয় পায় রুনি-ওয়ালকট-স্টার্লিংরা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।