ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

জার্মানির আইরিশ লজ্জা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
জার্মানির আইরিশ লজ্জা ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো ‍বাছাইপর্বের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অবশ্য, হতাশাজনক হারেও গ্রুপ ‘ডি’র শীর্ষে জার্মানরা।

অন্যদিকে, স্মরণীয় জয়ে সরাসরি মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল আইরিশরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে জার্মানি। চূড়ান্ত পর্ব নিশ্চিতে জার্মানদের মাত্র ১ পয়েন্টের  প্রয়োজন ছিল। কিন্তু, চিরচেনা আক্রমণাত্মক ফুটবলেও গোলের দেখা পাচ্ছিল না জোয়াকিম লোর শিষ্যরা। প্রথমার্ধ থাকে গোলশূন্য ড্র।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ালেও স্বাগতিকদের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেননি জার্মানরা। উল্টো ৭০ মিনিটে তাদের দুঃস্বপ্ন উপহার দেয় আইরিশ স্ট্রাইকার শেন লং। সঙ্গে সঙ্গেই আভিভ স্টেডিয়ামের হাজারো দর্শক উল্লাসে মাতেন। শেষ পর্যন্ত জার্মানদের সমতায় ফেরা হয়নি। ম্যাচ শেষে তাই মুলার-ক্রুস-ওজিলদের হতাশাই সঙ্গী হয়।

গ্রুপ পর্বের ৯ ম্যাচ শেষে পাঁচ জয়, তিন ড্র ও এক পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আয়ারল্যান্ড। গোল ব্যবধানে এগিয়ে থাকায় সমান পয়েন্টে দুইয়ে পোল্যান্ড ও শীর্ষে থাকা জার্মানির সংগ্রহ ১৯ পয়েন্ট। শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় পেলেই প্লে-অব বাধা দূর করে চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে আইরিশদের।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।