ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসি-রোনালদোকে চাই না: ক্লপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
মেসি-রোনালদোকে চাই না: ক্লপ ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমানে বিশ্বসেরা ফুটবল তারকাদের নাম নিতে বলা হলে নিশ্চিত ভাবেই ছোট্ট তালিকাতে জায়গা করে নেবেন বার্সেলোনার লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি এবং রোনালদোকে দলে ভেড়াতে ক্লাবগুলোর মধ্যেও লেগে যায় প্রতিযোগিতা।

কাড়িকাড়ি অর্থ ঢেলেও এ দুই তারকাকে দলে ভেড়ানোটা এক রকম ‘স্বপ্ন’।

তবে, মেসি কিংবা রোনালদোকে দলে চান না লিভারপুলের নতুন নিয়োগ পাওয়া কোচ ইয়ুর্গেন ক্লপ।

তিন বছরের চুক্তিতে ইংলিশ জায়ান্ট লিভারপুলের কোচ হয়েছেন ক্লপ। কোচ হয়েই বর্তমান স্কোয়াড নিয়ে খুশি বলে জানান তিনি। আর তার দলে মেসি বা রোনালদোকে কোনো প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন।

বর্তমান শিষ্যদের নিয়ে খুশি ক্লপ বলেন, আমি এ দলটি নিয়েই কাজ করতে চাই। আমি কোনো স্বপ্নবাজ লোক নই। স্বপ্ন দেখিনা মেসি কিংবা রোনালদোকে দলে ভেড়ানোর। তাদের মতো বিশ্বসেরা তারকাদের নিয়ে কোনো স্বপ্নও দেখতে চাইনা। বর্তমান দলটিকেই আমি সেরা হওয়ার জন্য তৈরি করব।

তিনি আরও যোগ করেন, এ মুহূর্তে মেসি-রোনালদো বিশ্বসেরা হতে পারে, তবে কে সেটি নিয়ে মাথা ঘামাচ্ছে? বর্তমান লিভারপুলের দলটিও বিশ্বসেরা দল নয়, সেটি নিয়েও তো কেউ মাথা ঘামাচ্ছে না। আমরা চাই বিশ্বের সেরা দলে পরিণত হতে। আমাদের কিছুকিছু টেকনিকে ভুল থাকতে পারে। শিগগিরই আমরা সেগুলো নিয়ে কাজ শুরু করব।

সম্প্রতি বাজে পারফরম্যান্সের জের ধরে ব্রেন্ডন রজার্সকে কোচের পদ থেকে বহিষ্কার করে লিভারপুল। এরপরই অল রেডসদের নতুন কোচের জন্য ক্লপ ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তির নাম উঠে আসে। কিন্তু শেষ পর্যন্ত বুরুশিয়া ডর্টমুন্ড কোচকেই বেছে নেয় অল রেডসরা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।