ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

এককভাবে শীর্ষে লিজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
এককভাবে শীর্ষে লিজা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং ইভিকা চেস স্কুল ঢাকার পৃষ্ঠপোষকতায় ইভিকা ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

এবারের আসরে গতবারের মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।



বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও সামিহা শারমীন সিম্মী পাঁচ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

সাইফ পাওয়ার টেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেক ৪১তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা আগামী বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে।

২১০০ এর উপর রেটিংপ্রাপ্ত সকল খেলোয়াড়, ঢাকা মহাগরের বাছাইকৃত ১৬জন, বিভিন্ন জেলার জেলা চ্যাম্পিয়নশিপের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড়, সেনা,  নৌ ও বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থা, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের দাবা চ্যাম্পিয়ন, জাতীয় সাব-জুনিয়র, জাতীয় জুনিয়র ও জাতীয় মহিলা চ্যাম্পিয়ন এ জাতীয় ‘বি’ দাবায় অংশ নিতে পারবেন।

সাইফ পাওয়ারটেক জাতীয় ‘বি’ দাবা ১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থান প্রাপ্ত ৯জন খেলোয়াড় জাতীয় ‘এ’ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। দেশের ৫ গ্র্যান্ড মাস্টার জাতীয় চ্যাম্পিয়ন জিয়াউর রহমান, নিয়াজ মোরেশদ, মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন ও রিফাত বিন সাত্তারকে সরাসরি জাতীয় ‘এ’ দাবায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।

এদিকে, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ছাত্রীদের দাবা প্রতিযোগিতা আগামীকাল (শনিবার, ১০ অক্টোবর) সকাল ৯টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। অনূর্ধ্ব-১৪ বছর বয়সী বালিকারা এ ইভেন্টে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।