ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

‘এইচ...’ নিয়ে বিপাকে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
‘এইচ...’ নিয়ে বিপাকে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সর্বদা ভক্তদের সঙ্গে সক্রিয় থাকেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নিজের ইন্সটাগ্রামে সক্রিয় থাকতে গিয়ে এবার তিনি পড়েছেন বিপাকে।

তার দেশাত্মবোধ নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনার ঝড়।

লা লিগার ম্যাচে লা পালমাসের বিপক্ষে খেলার সময় বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় বার্সেলোনা তারকার। এ কারণে ৭-৮ সপ্তাহ মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। নিবিড় পর্যবেক্ষণের মধ্যে মেসির চিকিৎসা চলছে। খেলতে পারছেন না ক্লাবের হয়ে। দেশের জার্সি গায়েও খেলা হচ্ছে না বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোতে।

সম্প্রতি কর ফাঁকির অভিযোগে মেসিকে নিয়ে সমস্যা দেখা দিলেও আদালত তাকে মুক্তি দেন। তবে, ফেঁসে যান তার বাবা জর্জ মেসি। এরপর আবারো ২২ মাসের জেল চেয়ে সুপারিশ করেন এক আইনজীবী। এতোসব ঝামেলার মধ্যেই মেসি দুই হাত উপরে তুলে অনেকটা ‘এইচ’ চিহ্ন করে কিছু একটা বোঝাতে চেয়ে একটি ছবি তোলেন। আর সে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। যেখানে লেখা ছিল, ‘Here I am. H... ’ (আমি এখানে। এইচ...)।

ছবিতে তাকে হাসিমুখে একটি সোফায় বসে থাকতে দেখা যায়। তার পরিধেয় টি-শার্টের উপর ‘প্যারিস’ লেখা একটি কাপড়ের টুকরো দেখা যায়।

এ ছবিটি পোস্ট করার পর অনেকেই মনে করছেন ‘এইচ’ এর অর্থ বোঝাতে মেসি ‘Hacienda’ (বাংলা অর্থ দাঁড়ায় ‘বসতবাড়ি-সংবলিত বৃহৎ ভূসম্পত্তি’) কে বুঝিয়েছেন। স্পেনের ট্যাক্স অফিসকে বুড়ো আঙ্গুল দেখাতে তিনি এমন করেছেন বলে তাদের যুক্তি।

ব্যাপারটি এখানে থাকলেই পারতো। কিন্তু আরেকদল বলছেন মেসি ‘এইচ’ এর অর্থ বোঝাতে ‘Hostia’ (যার বাংলা অর্থ দাঁড়ায় ‘অতিথি’) শব্দকে বোঝান।

আর্জেন্টিনার মাঠেই মেসিবিহীন স্বাগতিক দলটিকে ইকুয়েডর ২-০ গোলে হারায়। অতিথি দলটি মাঠে নামার আগে মেসি তার এ ছবিটি পোস্ট করেন। অনেকের মতে, আতিথ্য নেওয়া দলটিকে কটাক্ষ করে মেসি এ কাজটি করেন।

এখানেই মেসির ‘এইচ’ বিপত্তির শেষ নয়। কাতালান সংবাদমাধ্যম গুলো জানায়, মেসি ‘এইচ’ অক্ষরটি দিয়ে বোঝাতে চেয়েছেন ‘Hoy’ (যার বাংলা অর্থ ‘আজ’)। তাদের দাবি কাতালানদের প্রাণভোমরা ‘এইচ’ দিয়ে বোঝাতে চেয়েছেন ‘আজ তিনি ভালো অনুভব করছেন’।

বিপত্তির শেষ সেখানেও হয়নি। আর্জেন্টিনা হেরে যাবার পর মেসির সমালোচকরা বলছেন, মেসিবিহীন আর্জেন্টিনা ব্যর্থ-এমনটি বোঝাতে তিনি কাজটি করেছেন।

এতকিছুর পর চুপ থাকেননি আর্জেন্টাইন বার্সা তারকা মেসি। পরবর্তীতে তিনি ইন্সটাগ্রামে আরেকটি ছবি পোস্ট করেন। সেখানে তার দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হতে চলেছে এমন একটি ছবি পোস্ট করে জানান, আমি সকলকে পরিস্কার করে জানিয়ে দিতে চাই, আমার সর্বশেষ বার্তাটিতে আর্জেন্টিনার পরাজয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তিনি আরও যোগ করেন, অবশ্যই আমি আমার দেশের সতীর্থদের পাশে রয়েছি। জাতীয় দলের পাশেই থাকব। যদিও বাছাইপর্বের শুরুটা আমাদের জন্য ভালো হয়নি। তারপরও প্যারাগুয়ের বিপক্ষে আমরা প্রথম এবং পূর্ণ তিন পয়েন্ট অর্জনের জন্য মাঠে নামব।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।