ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রাজবাড়ীতে পুলিশ সুপার কাপ কাবাডি টুর্নামেন্ট সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
রাজবাড়ীতে পুলিশ সুপার কাপ কাবাডি টুর্নামেন্ট সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: ‘যুবরাই গড়বে দেশ, মাদকমুক্ত বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আয়োজিত পুলিশ সুপার কাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশী রেলওয়ে ময়দানে রাজবাড়ী সদর উপজেলা ও পাংশা উপজেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।



এতে রাজবাড়ী সদর উপজেলা যুব কাবাডি দল পাংশা উপজেলা যুব কাবাডি দলকে ৫৮-১৭ পয়েন্টে পরাজিত করে।

পরে সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার জিহাদুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান।

পরে অতিথিরা বিজয়ী ও রার্নাসআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এমএ খালেক, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওয়াদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।

টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন সদর উপজেলা যুব কাবাডি দলের খেলোয়ার চুন্নু মিয়া।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।