ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বসনিয়ার কাছে হেরেও মূল পর্বে ওয়েলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
বসনিয়ার কাছে হেরেও মূল পর্বে ওয়েলস ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার কাছে ২-০ গোলে হেরেছে ওয়েলস। তবে এ হারের পরও আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নসশীপে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের নেতৃত্বে দলটি।



এ ম্যাচের আগে ওয়েলসের ফ্রান্স টিকিট নিশ্চিত করতে হলে এক পয়েন্টের প্রয়োজন ছিল। কিন্তু ম্যাচে হারলেও অন্যদিকে সাইপ্রাসের বিপক্ষে ইসরাইল হারায় গ্রুপ ‘বি’তে দ্বিতীয় অবস্থানে রইল ওয়েলস। পাশাপাশি বসনিয়া জিতে তৃতীয় ‍অবস্থান নিশ্চিত করেছে। ফলে ইউরোর আশা টিকে রইল ২০১৫ বিশ্বকাপ খেলা দল বসনিয়ার।

স্তেডিওন বিলিনো পোলজেতে শনিবার (১১ অক্টোবর) রাতের খেলায় ম্যাচের প্রথমার্ধ অবশ্য গোলশূন্য থাকে দু’দল। তবে খেলার দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের সুবিধে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ায় বসনিয়া।

ম্যাচের ৭১ মিনিটে মিলান ডুরিকের গোলে এগিয়ে যায় বসনিয়া। আর ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ভেদাদ ইবিসেভিকের গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে মেহমাত বাজদারেভিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।