ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসিকে ছাড়া জয় চান তেভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
মেসিকে ছাড়া জয় চান তেভেজ ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসি কার? জাতীয় দল আর্জেন্টিনার নাকি ক্লাব বার্সেলোনার? এমন প্রশ্ন এখন বেশ পুরোনো। একটা সময় ছিল যখন মেসি জাতীয় দলের ছায়ায় থাকলেও বার্সার হয়ে ছিলেন উজ্জ্বল।

তবে সাম্প্রতিক সময়ে আলবিসেলিস্তাতারা পুরোপুরি মেসিময় হয়ে পড়েছে।

সর্বশেষ আর্জেন্টাইন দলের অঘটনের শিকার হওয়াটা যে চারবারের ব্যালন ডি’অর জয়ীর অনুপস্থিতিতে হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুর্বল ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় মেসিবিহীন আর্জেন্টিনা।

এদিকে মেসির পর ইনজুরির কাতারে যোগ দিয়েছেন দলের অন্যতম সেরা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। তবে এ ম্যাচে মেসিকে ছাড়াই আর্জেন্টিনার জয় চান দলের অভিজ্ঞ স্ট্রাইকার কার্লোস তেভেজ।

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এ ম্যাচে দলের বর্তমান স্কোয়াডের কাছ থেকেই সেরাটা চান বোকা জুনিয়র্সের আইডল এ তারকা।

এক সংবাদ সম্মেলনে তেভেজ বলেন, ‘মেসি প্রতিপক্ষের ওপর দারুণ প্রভাব বিস্তার করে। তারা মেসিকে ভয় পায় আর তার সঙ্গে খেললে মানসিকভাবে সবাই এগিয়ে থাকে। ’

তিনি আরো বলেন, ‘মেসি থাকলে দলের শক্তিমত্তা এমনিতেই বেড়ে যায়। সে বিশ্বের সেরা ফুটবলার। তবে বর্তমান প্রেক্ষাপটে তার পরিবর্তে অন্য কাউকে দলে নিতে হবে। ’

সাবেক জুভেন্টাস তারকা যোগ করেন, ‘আমাদের এখন যেভাবেই হোক পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমরা বাছাইপর্বের শুরুটা ভালো করতে পারিনি। তবে মঙ্গলবার আমাদের সামনে আরো একটি সুযোগ রয়েছে। আর আমরা মেসিকে ছাড়া এই সুযোগটা কাজে লাগাতে চাই। ’

এদিকে, ইনজুরিতে দলের বাইরে থাকা মেসি জানিয়েছেন, আমি আমার দেশের সতীর্থদের পাশে রয়েছি। জাতীয় দলের পাশেই থাকব। যদিও বাছাইপর্বের শুরুটা আমাদের জন্য ভালো হয়নি। তারপরও প্যারাগুয়ের বিপক্ষে আমার দেশটি প্রথম এবং পূর্ণ তিন পয়েন্ট অর্জনের জন্য মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।