ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

কুমিল্লা মিডিয়া কাপ

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: ‘কুমিল্লা তৃতীয় মিডিয়া কাপ ফুটবল প্রীতি ম্যাচ-২০১৫’ এ ব্রাজিলকে ৬-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে।

এ ম্যাচে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি অতিথি খেলোয়াড় হিসেবে সরকারি কয়েক কর্মকর্তা আর্জেন্টিনা ও ব্রাজিল দলের হয়ে অংশ নেন।



সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। ম্যাচটি আয়োজন করে  কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।

বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, এনডিসি রাকিব হাসান, চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার ও কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ বাদল খন্দকার।

ম্যাচে আর্জেন্টিনার পক্ষে চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি আশিকুর রহমান সোহেল, বিটিভি প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, বৈশাখী টিভি প্রতিনিধি আনোয়ার হোসেন, মোহনা টিভি প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু ও চ্যানেল নাইন প্রতিনিধি তারিকুল ইসলাম শিবলী একটি করে গোল করেন। অপর গোলটি ছিল আত্মঘাতী। অপরদিকে ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন কুমিল্লার আলোর আশিকুর রহমান আশিক।

ম্যাচসেরা খেলোয়াড় হন চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি আশিকুর রহমান সোহেল।

দুই দলের খেলোয়াড়রা হলেন-

আর্জেন্টিনা দল-
ইমতিয়াজ আহমেদ জিতু (অধিনায়ক, বাংলানিউজটোয়েন্টিফোরডটকম), জাহাঙ্গীর আলম রতন (বিটিভি), নজরুল ইসলাম দুলাল (দৈনিক যুগান্তর), সাইয়িদ মাহমুদ পারভেজ ( বাংলা ভিশন ও আমাদের সময়), আশিকুর রহমান সোহেল (চ্যানেল টোয়েন্টিফোর), আনোয়ার হোসেন (বৈশাখী টিভি), সেলিম রেজা মুন্সি (জিটিভি), তাওহিদ হোসেন মিঠু (মোহনা টিভি), খালেদ সাইফুল্লাহ (যমুনা টিভি),  তারিকুল ইসলাম শিবলী (চ্যানেল নাইন), তানভীর খন্দকার দিপু ( ইন্ডিপেন্ডেন্ট টিভি), রাসেল (গোয়েন্দা  কর্মকর্তা),  জুয়েল খন্দকার (বিটিভির ক্যামেরাপারসন), এইচ এম মহিউদ্দিন (দৈনিক পূর্বাশা), আরিফুর রহমান (মিলেনিয়াম টিভি) ও সোহরাব সুমন (সংবাদ প্রতিক্ষণ)।

ব্রাজিল দল-
কাজী এনামুল হক ফারুক (অধিনায়ক, একাত্তর টিভি), সাইফুদ্দিন রণী (মাই টিভি), ফয়সল বারি মজুমদার মুকুল (চ্যানেল ১৬), দেলোয়ার হোসেন জাকির (সাপ্তাহিক কুমিল্লার কথা), দেলোয়ার হোসেন আকাইদ (এশিয়ান টিভি), আশিকুর রহমান আশিক (কুমিল্লার আলো), জাহিদ (গোয়েন্দা কর্মকর্তা), মোশাররফ হোসেন (কুবি), নেকবর হোসেন (সময়ের দর্পণ), সাইফুল ইসলাম সজল (দৈনিক পূর্বাশা), এন কে রিপন (সমকাল ক্যামেরাম্যান), রেজাউল করিম রাসেল (শীর্ষনিউজ), শাহে ইমরান (দৈনিক পূর্বাশা), শরীফ উদ্দিন শান্ত (ক্যামেরাপারসন চ্যানেল ২৪), অমিত মজুমদার (দৈনিক ডাক প্রতিদিন),  জ্যাকি ও আসলাম।

খেলায় ম্যানেজার ছিলেন, মাসুক আলতাফ চৌধুরী (সমকাল), সহকারী ম্যানেজার খায়রুল আহসান মানিক (এটিএন বাংলা, এটিএন নিউজ ও ইউএনবি), এম ফিরোজ (ভোরের কাগজ ও দেশ টিভি) ও সাদিক মামুন (ইনকিলাব ও রূপসী বাংলা)।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।