ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সানচেজকে আটকাতে জাদুবিদ্যা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
সানচেজকে আটকাতে জাদুবিদ্যা ছবি: সংগৃহীত

ঢাকা: আজ (১৪ অক্টোবর) রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর মুখোমুখি হচ্ছে চিলি। শক্তির বিচারে কোপা আমেরিকা জয়ী দলটিই এগিয়ে থাকবে।

আর এ দলে রয়েছেন আর্সেনাল স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। তবে মজার কথা হচ্ছে সানচেজকে আটকাতে জাদুবিদ্যা শুরু করেছে পেরুর সমর্থকরা।

সাবেক বার্সেলোনা তারকা সানচেজে তার গতির কারণে ফুটবল বিশ্বে বেশ আলোচিত। তবে মাঠের খেলায় তার গতি কমাতে পেরুর কয়েকজন সমর্থক অভিশাপময় জাদু করছেন। তারা সানচেজের রেপ্লিকা একটি জার্সিতে যেখানে তার নাম রয়েছে সেখানে কচ্ছপ দিয়ে জাদু করেছে।

অন্যদিকে পেরু দলে মূল স্ট্রাইকারের দায়িত্বে থাকবেন জেফারসন ফারফান। সমর্থকরা সানচেজকে অভিশাপের পাশাপাশি দোয়া করছেন জেফারসনকে। তারা জেফারসনের জার্সিতে ফুল ও পাতা দিয়ে মন্ত্র পড়ছেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।