ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।



বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ের ফাইনাল খেলায় সদরপুর পশ্চিম চর নাসিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে বোয়ালমারীর হাসামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় সদরপুরের আমীরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নগরকান্দার কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সন্ধ্যায় জেলা প্রশাসক সরদার সরাফত আলী বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।