ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

জয় দিয়ে মিশন শেষ বেলজিয়াম, ওয়েলসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
জয় দিয়ে মিশন শেষ বেলজিয়াম, ওয়েলসের ছবি: সংগৃহীত

ঢাকা: আগেই ২০১৬ ইউরোর টিকিট নিশ্চিত করে বেলজিয়াম ও ওয়েলস। গ্রুপ ‘বি’র শেষ ম্যাচেও তারা জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে।

ইসরাইলকে ৩-১ গোলে বেলজিয়াম ও অ্যান্ডোরার বিপক্ষে ২-০ গোলের জয় পায় ওয়েলস।

নিজেদের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ইসরাইলের ডিফেন্স দেয়াল ভাঙেন ড্রায়াস মার্টেনস। এরপরই রক্ষণভাগের নিয়ন্ত্রণ হারায় ইসরাইলিরা। ৭৮ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে লিড দ্বিগুন করে স্বাগতিকরা। ৮৪ মিনিটে গোলের খাতায় নাম লেখান এডেন হ্যাজার্ড। এর চার মিনিট পর ইসরাইলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন স্ট্রাইকার হেমেদ।

অপর ম্যাচে ঘরের মাঠ কার্ডিফ সিটি স্টেডিয়ামে প্রত্যাশিত জয় তুলে নেয় ওয়েলস। অবশ্য, বেলজিয়ামের মতো ওয়েলসও প্রথমার্ধে গোলবঞ্চিত থাকে। দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় মিডফিল্ডার অ্যারন রামসির গোলে লিড নেয় স্বাগতিকরা। নির্ধারিত সময়ের চার মিনিট আগে রামসির পাসে দ্বিতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল।

পয়েন্ট টেবিলে ১০ ম্যাচে সাত জয়, দুই ড্র ও এক পরাজয়ে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখে বেলজিয়াম। ২১ পয়েন্টে দুইয়ে ওয়েলস। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা বসনিয়া-হার্জেগোভিনা প্লে-অফ বাধার সম্মুখীন হবে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।