ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইতালির জয়ে চূড়ান্ত পর্বে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ইতালির জয়ে চূড়ান্ত পর্বে ক্রোয়েশিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: এগিয়ে থেকেও ইতালির বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে নরওয়ে। তবে ক্রোয়েশিয়ার জন্য এ ফলাফল সৌভাব্যই বয়ে আনল।

আগেই ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করা ইতালির সঙ্গী হলো ক্রোয়েশিয়ানরা। মাল্টার বিপক্ষে তারা ১-০ গোলের জয় পায়।

গ্রুপ ‘এইচ’র শীর্ষে ওঠার হাতছানি থাকলেও এখন প্লে-অফ বাধার সম্মুখীন হবে নরওয়ে।

ঘরের মাঠ রোমের অলিম্পিকো স্টেডিয়ামে খেলা শুরুর ২৩ মিনিটে পিছিয়ে পড়ে ইতালি। নরওয়ের হয়ে গোলটি করেন মিডফিল্ডার আলেক্সান্ডার টেট্টি। সমতায় ফিরতে স্বাগতিকদের ৭৩ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি গোল পরিশোধ করেন।

এর ৯ মিনিট পর নরওয়েকে দুঃস্বপ্ন উপহার দেন ইতালিয়ান স্ট্রাইকার গ্রাজিয়ানো পেলে। প্রথম গোলদাতা ফ্লোরেঞ্জির ক্রসে চমৎকার ভলিতে তিনি বল জালে পাঠান। ম্যাচে ফিরতে শেষদিকে নরওয়ের সব চেষ্টাই বৃথা যায়। শেষ পর্যন্ত এগিয়ে থেকেও হারের হতাশা নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।