ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

এক ম্যাচ নিষিদ্ধ মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এক ম্যাচ নিষিদ্ধ মরিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে রেফারির সমালোচনা করায় এক ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন চেলসি কোচ হোসে মরিনহো। সেই সঙ্গে ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে এই পর্তুগিজকে।

সাউদাম্পটনের বিপক্ষে চেলসির ৩-১ গোলে হারের ম্যাচে রেফারির সমালোচনা করেন মরিনহো।

নতুন মৌসুমটা এমনিতেই ভালো কাটছে না চেলসির। বর্তমান চ্যাম্পিয়ন দলটির দেখতে হচ্ছে একের পর এক হার। তাই দলে হারে মাথা ঠিক রাখতে পারছেন না সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। সেই ম্যাচে তিনি জানান, রেফারি চেলসির পক্ষে সিদ্ধান্ত দিতে ভয় পাচ্ছে। পরে এই ইস্যুটিকে কেন্দ্র করে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) মরিনহোকে শাস্তি দেন।

এ প্রসঙ্গে মরিনহো বলেন, ‘ম্যাচে ১-১ অবস্থায় সমতা থাকাকালীন আমরা একটি নিশ্চিত পেনাল্টি পাইনি। আর এ ব্যাপারে এফএ যদি আমাকে শাস্তি দিতে চায় তবে দিতে পারে। তারা অন্য কোন কোচকে শাস্তি দিবে না। এটা কোন সমস্যা না। ’

এদিকে শাস্তিটি অবশ্য এখনই পাচ্ছেন না মরিনহো। আগামী এক বছরের আগে যদি আবারো এমন অপরাধ করেন তবেই শাস্তিটি কার্যকর করা হবে। প্রিমিয়ার লিগে আট ম্যাচে সমান পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৬ নম্বরে রয়েছে চেলসি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।