ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

কস্তাকে স্পেন দলে চান না সমর্থকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
কস্তাকে স্পেন দলে চান না সমর্থকরা ছবি: সংগৃহীত

ঢাকা: শেষ পর্যন্ত সমর্থকদের সমর্থন হারিয়েছেন স্পেন স্ট্রাইকার দিয়েগো কস্তা। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নসশীপে স্পেন দলে এই চেলসি তারকাকে দেখত চান না দেশটির ফুটবল সমর্থকরা।



ব্রাজিলে জন্ম নেওয়া কস্তা সেলেকাওদের হয়ে দুটি ম্যাচও খেলেছেন। তবে স্পেনে পাড়ি দেওয়ার পর সময়টা ভালো যায়নি ২৭ বছর বয়সী এ তারকার। লা রোজাদের হয়ে নয় ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছেন তিনি। আর ইউরো নিশ্চিত হওয়া স্পেনের সর্বশেষ ম্যাচে কস্তা দেল বস্কের অধীনে দলটিতে সুযোগই পাননি।

সম্প্রতি স্প্যানিশ পত্রিকা ‘মার্কা’ সে দেশের সমর্থকদের মধ্যে এক ভোটিং প্রক্রিয়া চালায়। যেখানে জানতে চাওয়া হয় স্পেন দলে কাদের সুযোগ পাওয়া উচিৎ। তবে ভোটিং পোলে অংশ গ্রহনকারী ৭৩ হাজার সমর্থক স্ট্রাইকার হিসেবে আলভারো মোরাতা, নলিতো ও পেদ্রোর নাম দিলেও কস্তাকে রেখেছেন বাইরে।

এ তালিকায় গোলরক্ষক হিসেবে আছেন ডেভিড ডি গিয়া, ইকার ক্যাসিয়াস ও সার্জিও রিকো। কস্তার চেলসি সতীর্থ সেজার আজপিলিকুয়েটা ডিফেন্ডার হিসেবে সার্জিও রামোস, বার্সেলোনা ত্রয়ী জেরার্ড পিকে, মার্কা ব্রাতরা ও জর্দি আলবার সঙ্গে আছেন।

কস্তার মত এ মৌসুমে সেস ফেব্রিগাসেরও সময়টা ভালো যাচ্ছে না। তবে সমর্থকদের পছন্দে তিনি মিডফিল্ডার হিসেবে ডেভিড সিলভা, আন্দ্রেস ইনিয়েস্তা, ইসকো, থিয়াগো আলকান্ত্রা, সার্জিও বুস্কেটস্, কোকে, সান্তি কাজোরলা ও হুয়ান মাতার সঙ্গে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।