ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইংলিশ ফুটবলার হতে চাননি বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ইংলিশ ফুটবলার হতে চাননি বেল ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো ২০১৬তে ফ্রান্সের টিকিট পেতে ওয়েলসের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন গ্যারেথ বেল। কিন্তু ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে যাওয়ার সুযোগ থাকলেও ‘এক সেকেন্ডেই’ নাকচ করে দিয়েছিলেন এ রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।



ইউরো বাছাইপর্বে ওয়েলসের হয়ে ১০ ম্যাচে সাতটি গোল করেন অধিনায়কের দায়িত্ব পালন করা বেল। এরই সুবাদে ১৯৫৮ সালের বিশ্বকাপের পর প্রথম কোন বড় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত এই দলটি।

বেলের দাদী ইংলিশ হওয়ায় থ্রী লায়ন্সদের হয়ে তার খেলা সময়ের ব্যাপার ছিল। তবে তিনি জানিয়েছেন, ইংল্যান্ডে পাড়ি দেওয়ার ব্যাপারে তার কখনোই আগ্রহ ছিল না।

বেল বলেন, ‘আমি যখন এজেন্টের সঙ্গে কথা বলি তখন আমার বয়স খুবই কম। তবে এক সেকেন্ডেই আমি উত্তর দেই। আমি শুধু বলেছি চুপ কর। এটা কখনই সম্ভব না। ’

তিনি আরো বলেন, ‘আমি ওয়েলসের একজন নাগরিক আর দেশটিকে আমি ভালোবাসি। সবাই জানে ওয়েসের হয়ে খেলতে আমি কতটা পছন্দ করি। হ্যা, আমার দাদী ইংলিশ তবে আমি ওয়েলসের। এটাই আমার সেরা জায়গা। ’

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।