ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সিলভার শেষ দেখছেন রোমারিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
সিলভার শেষ দেখছেন রোমারিও ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল দলের নেতৃত্ব ভার ছিল থিয়াগো সিলভার কাঁধে। কিন্তু হতাশাজনক বিশ্বকাপ মিশন শেষে তিনি অধিনায়কত্ব হারান।

সেই সঙ্গে পারফরম্যান্স বিবেচনায় নিজের ছায়া হয়ে থাকেন অভিজ্ঞ এ সেন্টার ব্যাক। এবার তো সিলভার আন্তর্জাতিক ক্যারিয়ারেরই শেষ দেখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও।

কার্লোস দুঙ্গা দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নেওয়ার পর নেইমারকে অধিনায়ক করেন। এর পরই সিলভার আন্তর্জাতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে। সর্বশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সিলভার হ্যান্ডবলের কল্যাণে পেনাল্টি থেকে সমতায় ফেরে প্যারাগুয়ে। পরে টাইব্রেকারে সেলেকাওদের স্বপ্নভঙ্গ হয়।

সব মিলিয়ে ৩১ বছর বয়সী সিলভার পারফরম্যান্সই এখন সমালোচনার সম্মুখীন। তার সঙ্গে যোগ হলো রোমারিওর মন্তব্য, ‘সিলভা এখন আর ব্রাজিল দলের অপরিহার্য সদস্য নন। সেলেকাওদের জার্সি গায়ে তার ক্যারিয়ার শেষের পথে। স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার মতো অবস্থা। আমি কোচ থাকলে তাকে দলের বাইরে রাখতাম। ’

৯৪’র বিশ্বকাপ জয়ী উল্লেখ করেন, ‘সিলভার প্রতিভা প্রশ্নাতীত। এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে তার মানসিক শক্তি দেখে রীতিমত অবাক হচ্ছি। নিজের প্রতিই তার আত্মবিশ্বাস নেই। ব্রাজিল দলে খেলতে হলে তাকে অবশ্যই ভুল শোধরাতে হবে। এর কোনো বিকল্প নেই। অন্যথায়, অচিরেই সে হারিয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।