ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ছয় মাসের নিষেধাজ্ঞায় নেইমার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ছয় মাসের নিষেধাজ্ঞায় নেইমার! ছবি: সংগৃহীত

ঢাকা: নেইমারকে দলে ভেড়ানোর পর থেকেই নানা জটিলতায় ভুগছে বার্সেলোনা। ট্রান্সফার ফি’র সঠিক অঙ্ক গোপন রাখার দায়ে কাতালানদের বিরুদ্ধে কর ফাঁকির মামলা করা হয়।

যা বার্সেলোনার আদালতে চলমান। এবার নেইমারের বিপক্ষে দাঁড়াল তারই সাবেক ক্লাব সান্তোস।

চুক্তিভঙ্গের অভিযোগে গত মে মাসেই ক্ষতিপূরণ চেয়ে ফিফার কাছে আপিল করে সান্তোস। এবার নেইমারের ছয় মাসের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে ব্রাজিলিয়ান জায়ান্টরা। তার সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে প্রায় পাঁচ কোটি ইউরো দাবি করা হয়েছে। ব্রাজিলের গণমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে।

এর আগে কর ফাঁকির অভিযোগে ব্রাজিলের আদালতের নির্দেশে নেইমারের প্রায় ৪ কোটি ২০ লাখ ইউরো মূল্যের সম্পত্তি জব্দ করা হয়।

সান্তোসের পক্ষ থেকে জানানো হয়, ২০১৩ সালে বার্সায় যোগ দেওয়ার সময় ফিফার দলবদল নিয়ে কিছু শর্ত ভঙ্গ করেন নেইমার। যা তাদের সঙ্গে এক প্রকার প্রতারণার শামিল। তবে সান্তোসের আপিলের বিষয়ে ফিফার সিদ্ধান্ত গ্রহণের সময়সীমা এখনো জানা যায়নি। শেষ পর্যন্ত নেইমারকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়।

অবশ্য, ব্রাজিলিয়ান অধিনায়ক সব সময়ই এর বিরোধিতা করে আসছেন। তার দাবি, সান্তোসের সঙ্গে পারস্পরিক সম্মতিতেই তিনি ন্যু ক্যাম্পে পাড়ি জমান। এমনকি ২০১১ সালে বার্সার সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য সান্তোস সভাপতি সম্মতিসূচক একটি চিঠি দিয়েছিলেন বলেও নিশ্চিত করেন নেইমার।

অন্যদিকে, স্বচ্ছতার অভিযোগ এনে ফিফার কাছে বার্সার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সান্তোস।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।