ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

পরবর্তী ফিফা নির্বাচনেও লড়বেন জর্ডানের প্রিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
পরবর্তী ফিফা নির্বাচনেও লড়বেন জর্ডানের প্রিন্স ছবি: সংগৃহীত

ঢাকা: গত ২৯ মে অনুষ্ঠিত ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে সেপ ব্লাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন জর্ডানের যুবরাজ আলি বিন অাল হুসেইন। পঞ্চম মেয়াদে নির্বাচিত হওয়ার ক’দিন পরই আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্লাটার।

হেরে গেলেও ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে অংশ নেবেন আল হুসেইন।

ইতোমধ্যেই তিনি ফিফা প্রেসিডেন্ট পদে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২০১১ সাল থেকে ফিফার এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আল হুসেইন। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘ফিফার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে তা অবশ্যই কাটিয়ে উঠতে হবে। সবকিছুতে ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। সঠিক লক্ষ্যে এগোতে পারলেই পুরোনো সম্মান ফিরে পাবে ফিফা। তবে এর জন্য যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ’

এদিকে, আগামী বছরের নির্ধারিত সময়ে ফিফা প্রেসিডেন্ট নির্বাচন নাও হতে পারে। ফিফার পরবর্তী নির্বাহী পর্ষদের বৈঠকেই সব চূড়ান্ত হবে।

উল্লেখ্য, অনৈতিক উপায়ে অর্থ লেনদেনের অভিযোগে সম্প্রতি উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি ও ব্লাটারকে ৯০ দিনের জন্য বহিষ্কার করে ফিফার ইথিকস কমিটি। তদন্তের স্বাথেই তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। এর আগে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্লাতিনি। তবে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কারাদেশের কারণে তার উজ্জ্বল ভাবমূর্তি এখন প্রশ্নের সম্মুখীন!

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।