ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফিফা প্রধান পদে জিকোকে দেখতে চান পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ফিফা প্রধান পদে জিকোকে দেখতে চান পেলে ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি কলকাতা সফরকালে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার গুজব উড়িয়ে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তবে সেপ ব্লাটারের উত্তরসূরী হিসেবে স্বদেশী তারকা জিকোর ওপরই তিনি আস্থা রাখছেন।

তিনবারের বিশ্বকাপজয়ী পেলের মতে, ফিফা প্রেসিডেন্ট পদের জন্য জিকো যোগ্য প্রার্থী। তাকেই নির্বাচিত করা উচিৎ।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ না জিতলেও জিকোকে ‘সাদা পেলে’ বলেই সম্বোধন করেন ফুটবল ভক্তরা। খেলোয়াড়ী জীবনে সেলেকাওদের জার্সি গায়ে ৭১ ম্যাচে ৪৮টি গোল করেন এ অ্যাটাকিং মিডফিল্ডার। অবসরের বেশ কয়েক বছর পর কোচিং পেশায় মনোযোগী হন জিকো।

২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি জাপান জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে ছিলেন। এরপর আরো বিভি‌ন্ন দলকে কোচিং করিয়েছেন। আর গত মৌসুমের পর ২০১৫ মৌসুমেও ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল এফসি গোয়ার কোচ পদে রয়েছেন জিকো।

বিশ্বব্যাপী ফুটবল ইতিহাসের ‘সেরা’ খেলোয়াড় ভাবা হয় পেলেকে। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ফিফার পরবর্তী নির্বাচনের আগে তাঁর সমর্থন পেয়ে নিশ্চয়ই জিকোর আত্মবিশ্বাসটাও বেড়ে যাবে। ভারতে এক প্রেস কনফারেন্সে পেলে বলেন, ‘ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে জিকো একজন যোগ্য প্রার্থী। জাপানের কোচ থাকার সময়ই সে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছিল। বিভিন্ন সাক্ষাৎকারেই ফিফা নির্বাচন নিয়ে তার আগ্রহ প্রকাশ পায়। তাকে আমি বেশ ভালো করেই চিনি। সে সত্যিই একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ। ফিফা নির্বাচনে সে শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে। ’

এদিকে, জর্ডানের যুবরাজ আলি বিন অাল হুসেইন ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে গত ২৯ মে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে ব্লাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন অাল হুসেইন। তিনি ২০১১ সাল থেকে ফিফার এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।