ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসি নয়, বার্সা ছাড়তে পারেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
মেসি নয়, বার্সা ছাড়তে পারেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার সাবেক ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানিয়েছেন, ন্যু ক্যাম্প থেকেই অবসর নেবেন লিওনেল মেসি। তবে বার্সায় নেইমারের লম্বা ক্যারিয়ার নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

ভবিষ্যতে ব্রাজিলিয়ান তারকা অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারে বলেও মন্তব্য করেন লাপোর্তা।

এর আগে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে দলে ভেড়াতে এক প্রকার উঠেপড়ে লাগে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ব্রাজিলিয়ান অধিনায়ক নিজেই ক্লাব ছাড়ার গুজব উড়িয়ে দেন। কিন্তু, অদূর ভবিষ্যতে কী তার এমন মনোভাব থাকবে? আর ইউরোপিয়ান ক্লাবগুলোর লোভনীয় প্রস্তাবও যে কাতালানরা ফিরিয়ে দেবে তাও কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না!

স্পেনের কর বিষয়ক জটিলতায় বিরক্ত হয়ে মেসির বার্সা ছেড়ে প্রিমিয়ার লিগে পাড়ি জমানোরও একটা গুঞ্জন ওঠেছিল। যদিও পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। কিন্তু, বার্সেলোনার আদালতে কর ফাঁকির মামলাটি এখনো চলমান। তা সামলাচ্ছেন মেসির বাবা জর্জ হোর্হে মেসি। শেষ পর্যন্ত অপ্রত্যাশিত কিছু ঘটলে চারবারের ব্যালন ডি’অর জয়ীর ন্যু ক্যাম্প ছাড়ার সম্ভাবনাটা কিন্তু আবারো জোড়ালো হতে পারে!

তবে এমনটি মনে করছেন না হুয়ান লাপোর্তা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি কখনোই বার্সা ‍ছাড়বে না। সে আমাদের প্রতীক হিসেবে হৃদয়ে স্থান করে নিয়েছে। ক্লাব প্রেসিডেন্ট থাকাকালীন মেসির জন্য অনেক প্রস্তাব পেয়েছিলাম। এর মধ্যে উল্লেখ্যযোগ্য, ইন্টার মিলান রিলিজ ক্লজ বাবদ পুরো অর্থই দিতে চেয়েছিল। কিন্তু আমি সবসময়ই তা প্রত্যাখ্যান করেছি। ’

অন্যদিকে, নেইমার প্রসঙ্গে লাপোর্তার ভাষ্য, ‘নেইমারের বিষয়টি সম্পূর্ণ আলাদা। বর্তমানে ক্লাবের আর্থিক অবস্থা অতটা ভালো নয়। তাই ভারসাম্য আনতে বর্তমান প্রেসিডেন্টকে অবশ্যই খেলোয়াড়দের বিক্রি করতে হবে। এর সবচেয়ে ভালো সমাধান হচ্ছে, দলের সেরা খেলোয়াড়কে বিক্রি করা। তাই ন্যু ক্যাম্পে নেইমারের লম্বা ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ’

উল্লেখ্য, ২০০৩ সালের জুনে বার্সার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন লাপোর্তা। ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত এ পদে ছিলেন। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন চারটি লা লিগা, দু’টি চ্যাম্পিয়নস লিগ, একটি করে কোপা দেল রে, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ও তিনটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে বার্সা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।