ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শীর্ষে ওঠার লড়াইয়ে নামছেন রোনালদোরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
শীর্ষে ওঠার লড়াইয়ে নামছেন রোনালদোরা ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবলের জমজমাট আসর লা লিগা। স্প্যানিশ লিগের এই টুর্নামেন্টে প্রথম দিনই মাঠে নামছে শক্তিশালী রিয়াল মাদ্রিদ।

আর এ ম্যাচে জয়ের মধ্যে দিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে যাওয়ার সুযোগ রয়েছে রাফায়েল বেনিতেজের শিষ্যদের।

আজ (শনিবার, ১৭ অক্টোবর) রাতে ঘরের মাঠে স্তেদিও সান্থিয়াগো বার্নাব্যুতে দুর্বল লেভান্তেকে আতিথিয়েতা দেবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ৮ টায় খেলাটি সরাসরি টেলিভিশনের পর্দায় দেখা যাবে।

নিজেদের সাত ম্যাচে ১৫ পয়েন্ট পাওয়া লস ব্লাঙ্কসদের বর্তমান অবস্থান দ্বিতীয় আর সমান ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলাতিনে (১৮) রয়েছে লেভান্তে।

এ ম্যাচের আগে রিয়াল শিবিরে অবশ্য কিছুটা দ্বন্দের বাতাস বইছে। কারণ এর আগে মাদ্রিদ ডার্বিতে দলের বিপর্যয়ের কারণে কোচ বেনিতেজ জানিয়েছিলেন, প্রয়োজনে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদকেও বসিয়ে রাখা হবে।

সাবেক লিভারপুল কোচের এমন সাহসী মন্তব্যের অবশ্য কারণও রয়েছে। নতুন মৌসুমে গ্যালাকটিকোদের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত রিয়াল কোন ম্যাচ হারেনি। তবে লা লিগায় মালাগা ও অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে পর পর ম্যাচে ড্র করে সমালোচিতও হন বেনিতেজ।

অবশ্য এ খবরকে গুঞ্জন হিসেবেই উড়িয়ে দেন বেনিতেজ, ‘দলের ফুটবলারদের সঙ্গে আমার কোন সমস্যা নেই। গতকাল আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে ভালো সময় পার করেছি। ’

পাশাপাশি দলের অধিনায়ক সার্জিও রামোস জানিয়েছেন একই কথা, বেনিতেজের সঙ্গে আমাদের কোন সমস্যা নেই।

কাঁধের ইনজুরির কারণে ইউরো বাছাইপর্বে স্পেন দলে খেলতে পারেননি রামোস। তবে, রিয়ালের ম্যাচের আগে অনুশীলনে ছিলেন তিনি। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচকে ইনজুরির কারণে সাইড লাইনে থাকতে হবে। আর ইনজুরি সমস্যা রয়েছে দলের অন্য স্ট্রাইকার গ্যারেথ বেলেরও।

এ ম্যাচের আগে সুখস্মৃতি নিয়ে মাঠে নামছে লেভান্তে। সর্বশেষ ম্যাচে দলটি শীর্ষে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল। তবে ইতিহাস রিয়ালের পক্ষেই। দু’দলের সর্বশেষ সাত বারের মোকাবেলায় সবক’টিতে জয় পেয়েছে বার্নাব্যুর দলটি। লেভান্তে রিয়ালের বিপক্ষে ২০০৭ সালে শেষ জয় পেয়েছিল।

রিয়াল নিজেদের শেষ পাঁচ খেলার তিনটিতে জয়ের পাশাপাশি দুটিতে ড্র করেছে। অন্যদিকে লেভান্তে দুই ড্র ও দুই হারের বিপরীতে জয় পেয়েছে একটিতে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।