ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক বিরতির পর আবারো শুরু হচ্ছে ক্লাব ফুটবলের জমজমাট আসর ইংলিশ প্রিমিয়ার লিগ। আর এ লড়াইয়ে শনিবার (১৭ অক্টোবর) রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের মতো জায়ান্ট ক্লাবগুলো।



সন্ধ্যা পৌনে ৬ টায় হোয়াইট হার্ট লেনে টটেনহামের বিপক্ষে অতিথি হিসেবে খেলতে নামবে লিভারপুল। এ ম্যাচের মাধ্যমে অলরেডসদের কোচ হিসেবে অভিষেক হচ্ছে ইয়ুর্গেন ক্লপের। দু’দলের সর্বশেষ পাঁচবারের দেখায় সবক’টিতে জয় পেয়েছে লিভারপুল। তবে বর্তমান লিগে লিভারপুল থেকে দুই ধাপ এগিয়ে রয়েছে টটেনহাম (অষ্টম)।

রাত ৮ টায় একই সময়ে ভিন্ন মাঠে খেলতে নামবে চেলসি, ম্যানসিটি ও ম্যানইউ। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাস্টনভিলাকে আতিথিয়েতা দেবে ব্লুজরা। চলতি মৌসুমে বাজে সময় পার করা বতর্মান চ্যাম্পিয়ন চেলসি রয়েছে লিগ টেবিলের ১৬ নম্বর অবস্থানে। যদিও অ্যাস্টনভিলা দু’ধাপ নিচে রয়েছে।

বর্তমান মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ম্যানসিটি ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আমন্ত্রণ জানাবে এফএসি বার্নমাউথকে। এখন পর্যন্ত আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা। আর বার্নমাউথের অবস্থান ১৫তম। তাই এ ম্যাচ জিতে শীর্ষস্থান মজবুত করতে চাইবে ইনজুরির কারণে সার্জিও আগুয়েরো ও ডেভিড সিলভাবিহীন ম্যানসিটি।

গত মৌসুমের দুঃস্মৃতি ভুলে চলতি আসরে ভালোই খেলছে ম্যানইউ। আজ এভারটনের মাঠ গুডিসন পার্কে জয়ের জন্যই খেলতে নামবে লুইস ফন গালের শিষ্যরা। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয়স্থানে রয়েছে ওয়েইন রুনিরা। এভারটন সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে।

রাত সাড়ে ১০টায় ওয়াটফোর্ডের মুখোমুখি হবে আর্সেনাল। ভিকারেজ রোস স্টেডিয়ামে আতিথিয়েতা নেবে গানাররা। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম অবস্থানে ওয়াটফোর্ড।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।