ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ড্র দিয়ে শুরু করলেন ক্লপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ড্র দিয়ে শুরু করলেন ক্লপ ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের বিপক্ষে গোলশূন্য ড্র করলো লিভারপুল। এ ম্যাচের মধ্যেদিয়ে অলরেডস কোচ হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে নামলেন ইয়ুর্গের ক্লপ।

তবে সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়তে পারলেন না এ জার্মান।

চলতি মৌসুমে ধুঁকতে থাকা লিভারপুল শনিবার (১৭ অক্টোবর) টটেনহামের মাঠ হোয়াইট হার্ট লেনে আতিথিয়েতা নিতে যায়। তবে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করে নিতে পারেনি অ্যানফিল্ডের ফুটবলাররা।

এ ম্যাচে ড্র করেও অবশ্য উন্নতি হয়েছে সফরকারীদের। লিগ টেবিলের ১০ থেকে নয়ে উঠে এসেছেন ফিলিপ কোতিনহোরা। নয় ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। অন্যদিকে আটে থাকা টটেনহামেরও একধাপ উন্নতি হয়েছে সমান খেলায় ১৪ পয়েন্ট নিয়ে দলটির বর্তমান অবস্থান সাত।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।