ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

লেভান্তেকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
লেভান্তেকে হারিয়ে শীর্ষে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে ঘরের মাঠে জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অপেক্ষাকৃত দুর্বল লেভান্তেকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নেওয়া রিয়াল জয় পেয়েছে ৩-০ গোলের ব্যবধানে।



দলের হয়ে প্রথমার্ধে গোল করেন ব্রাজিল তারকা মার্সেলো এবং পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর দ্বিতীয়ার্ধে লেভান্তের জালে তৃতীয়বার বল জড়িয়ে দেন রদ্রিগুয়েজ।

ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের উপর চড়ায় হয়ে খেলতে থাকে রাফা বেনিতেজের শিষ্যরা। তবে, ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের হজমের হাত থেকে বেঁচে যায় রিয়াল। স্বাগতিক গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় রক্ষা পায় তারা।

প্রথম গোলের জন্য রিয়ালকে ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। রোনালদোর অ্যাসিস্ট থেকে গোল করেন ব্রাজিলিয়ান মার্সেলো। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। তবে, তার আগেই নাভাসের আরেকবার নৈপূণ্যে রক্ষা পায় রিয়াল। ম্যাচের ৩০ মিনিটে গোল করেন রোনালদো। আর পর্তুগিজ তারকাকে গোলের জন্য সহায়তা করেন টনি ক্রুস।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া রিয়াল দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে তৃতীয় গোলটি পায়। দলের তৃতীয় গোলটি করেন জেসে রদ্রিগুয়েজ। ভারকুয়েজের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি।

রিয়ালের হয়ে মাঠে নামেন নাভাস, দানিলো, রাফায়েল ভারানে, নাচো, মার্সেলো, টনি ক্রুস, ক্যাসেমিরো, কোভাচিচ, গ্যারেথ বেল, রোনালদো, ইসকো, লুকাস ভাজকুয়েজ এবং জেসে রদ্রিগুয়েজ।

৮ ম্যাচ খেলা রিয়াল এ ম্যাচে জয় তুলে নেওয়ায় টেবিলের শীর্ষস্থান পেল। তাদের পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট ১৫, অবস্থান চার নম্বরে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।