ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ব্যস্ততা কাটিয়ে আবারো ইংলিশ প্রিমিয়ারে মাঠে নেমেছেন তারকা ফুটবলাররা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিও নেমেছিল নিজেদের মাঠে।

স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাস্টনভিয়াকে আতিথ্য দিয়ে ২-০ গোলের জয় তুলে নিয়েছে চেলসি।

হোসে মরিনহো শিষ্যরা গত মৌসুমে দুর্দান্ত খেললেও এ মৌসুমে যেন নিজেদের হারিয়ে ফেলেছিল। অ্যাস্টনভিয়াকে হারালেও পয়েন্ট টেবিলের শীর্ষ দশে নেই বর্তমান চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রয়েছে ব্লুজরা।

ম্যাচের ৩৪ মিনিটের মাথায় গোল করে চেলসিকে লিড পাইয়ে দেন তারকা স্ট্রাইকার দিয়েগো কস্তা। ব্রাজিল তারকা উইলিয়ানের অ্যাসিস্ট থেকে গোল করেন কস্তা। বাকি গোলটি আসে আত্মঘাতী গোলের কল্যানে। ম্যাচের ৫৪ মিনিটের মাথায় অ্যাস্টনভিয়ার অ্যালান হাটনের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুন হয় চেলসির।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি মরিনহোর শিষ্যরা।

চেলসির হয়ে মাঠে নামেন বেগোভিচ, আজপিলিচুয়েতা, জন টেরি, জোউমা, বাবা, রামিরেস, চিক, উইলিয়ান, ফ্যাব্রেগাস, পেদ্রো, কস্তা, নেমানজা ম্যাটিক, এডেন হ্যাজার্ড আর লোইক রেমির মতো তারকারা।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।