ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

স্টারলিং-বনি জাদুতে ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
স্টারলিং-বনি জাদুতে ম্যানসিটির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে উড়েই চলেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দুর্বল বার্নমাউথের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও ধরে রেখেছে ম্যানসিটি।

দলকে বড় জয় পাইয়ে দিতে হ্যাটট্রিক করেন এ মৌসুমে লিভারপুল ছেড়ে আসা রাহিম স্টারলিং। বাকি দুটি গোল করেন উইলফ্রেড বনি। বার্নমাউথের হয়ে একমাত্র গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার গ্লেন মুরে।

ম্যাচের সপ্তম মিনিটে বনির সহায়তায় নিজের ও দলের প্রথম গোলটি করেন স্টারলিং। ১১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন বনি। তবে, ২২তম মিনিটে ব্যবধান কমায় বার্নমাউথ। ইউনান ও’কানের অ্যাসিস্ট থেকে ম্যানসিটির জালে বল জড়ান গ্লেন।

২৯ মিনিটে আবারো ব্যবধান বাড়ায় ম্যানসিটি। স্বাগতিকদের হয়ে তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন স্টারলিং। এবারে তাকে বলের যোগান দেন ডি ব্রুইন। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন স্টারলিং। লিভারপুলের সাবেক তারকার তৃতীয় আর দলের চতুর্থ গোলে লিড নিয়ে বিরতিতে যায় ম্যানসিটি।

দ্বিতীয়ার্ধে বার্নমাউথের জালে একবারই বল জড়াতে পারে স্বাগতিকরা। ম্যাচের ৮৯ মিনিটে গঞ্জালেজের অ্যাসিস্ট থেকে দলের পঞ্চম আর নিজের দ্বিতীয় গোলটি করেন বনি।

৯ ম্যাচ খেলে সর্বোচ্চ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে ম্যানসিটি। সমান ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউ এর পয়েন্ট ১৯।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।